শনিবার গোয়ার ফতরদা স্টেডিয়ামে গোয়ার মুখোমুখি বেঙ্গালুরু এফসি । খেলা শুরু সন্ধ্যা ৭ : ৩০ টায় । আইএসএলে এই মুহূর্তে একেবারেই চেনা ছন্দে নেই একসময়ের সাড়া জাগানো দল গোয়া । বর্তমান ভারতীয় ফুটবল দলের কোচ মানালো মার্কেজের অধীনে একেবারেই ফর্মে নেই গোয়া। টেবিলের দশম স্থানে রয়েছে দলটি । ৬ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৬ পয়েন্ট । প্রথম দিকের ম্যাচগুলোতে সাদিকু বেশ কয়েকটা গোল করলেও দলের হাল ফেরাতে ব্যর্থ তিনি । দলে রয়েছেন বোরহার মতো মিডফিল্ডারও। সন্দেশ ঝিঙ্গানের চোটের কারণে এই মরশুমে বারংবার সমস্যায় পড়েছে মানালোর দল। শনিবার তারা নামবে টেবিল টপারদের বিরুদ্ধে । অন্যদিকে , জারাগোজার বেঙ্গালুরু এই মুহূর্তে রয়েছে টেবিলের শীর্ষে। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৬ । তাদের পরেই রয়েছে মোহনবাগান ১৩ পয়েন্টে । তাই গোয়ার বিরুদ্ধে এই ম্যাচ জিতে ব্যবধান আরো কিছুটা বাড়িয়ে নিতে চায় সুনীলের দল । দলের তরুণ ফুটবলার শিভাশক্তি , শিভালদোরা ছাড়াও দলের বিদেশী ফুটবলার নোগুয়েরা, পেরেরা ডিয়াজ , এডগার মেন্দেজরা রয়েছেন দারুণ ফর্মে। গত কয়েক মরশুম ধরে খারাপ পারফরম্যান্সের জেরে এইবার বেঙ্গালুরু কোমড় বেঁধে নেমেছিল ভালো দল করতে। সেই কাজে তারা আংশিক সফল হয়েছেন । সামনের কঠিন ম্যাচগুলোর বাঁধা অতিক্রম করতে পারলেই ট্রফির ছোঁয়া পাবেন সুনীলরা।
Comments :0