Fire

মধ্যপ্রদেশের বাজি কারখানায় ভয়াবহ আগুন

জাতীয়

মধ্যপ্রদেশের বাজি কারখানায় বিষ্ফোরণের জেরে আহত ২০ জন। মঙ্গলবার সকালে মধ্যপ্রদেশের হারদার একটি বাজি কারখানায় আগুন লেগে যায়। সেই সময় কারখানায় কয়েকজন কর্মী কাজ করছিলেন। ভিতরে বারুদ এবং বাজি তৈরির মশলা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। বিষ্ফোরণের জেরে আহত জন ২০ জন। তাদের উদ্ধার করে প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তীব্রতা এতোটাই ছিল যে আশপাশের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা গিয়েছে যে আগুনের শিখা রাস্তা পর্যন্ত ছড়িয়ে যায়। প্রাণে বাঁচতে সাধারণ মানুষজন বিভিন্ন দিকে ছুটতে থাকেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দমকলের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

সূত্রের খবর ঘটনাটি যখন ঘটে তখন প্রায় ১৫০ জন শ্রমিক কাজ করছিলেন। আগুন লাগার সাথে সাথে কয়েকজন বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়।

Comments :0

Login to leave a comment