বিশ্বনাথ সিংহ: রায়গঞ্জ
মাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র অদৃত সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬।
তবে শুক্রবার ফলাফলে প্রথমে খানিকটা অবাক হয়েই অদৃত সরকার নিজেই জানাচ্ছে, ‘অপ্রত্যাশিত। ভালো হবে জানতাম তবে এক্কেবারে প্রথম ভাবিনি।’
রায়গঞ্জ শহরের বীরনগর এলাকায় ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অদৃত সরকার। ‘গণশক্তি’-র প্রতিনিধির কাছে তাঁর সহজ স্বীকারক্তি, ‘ভাবতে পারিনি প্রথম হব।’ তবে এদিন তাঁর প্রথম হওয়ার খবর শুনেই আপ্লুত হয়ে পড়ে সে, মা সীমা সরকার, সদ্য অবসর নেওয়া বাবা অমিত সরকার, দিদি অর্পিতা সরকার, জেঠু জেঠিমা সহ অন্যান্য সদস্যরা। তাঁকে শুভেচ্ছা জানাতে বাড়িতে ভিড় জমান প্রতিবেশীরা।
আদৃতের বাবা অমিত সরকার কেন্দ্রীয় সরকারের প্রভিডেন্ট ফান্ড দপ্তরের প্রাক্তন কর্মী। আদৃত জানাচ্ছে, ‘ভেবেছিলাম মেধা তালিকায় ১ থেকে ১০ মধ্যে থাকব। ভাবতে পারিনি প্রথম হব। রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে বিজ্ঞান নিয়ে ভর্তি হব। ইচ্ছে আছে ভবিষ্যতে মেডিক্যাল নিয়ে পড়ার। সারা বছর পরিশ্রম করেছি,তার ফল পেয়েছি। বিদ্যালয়ের শিক্ষকেরা সাপোর্ট করেছেন এবং পরিবারের সকলে পাশে ছিল।’
এদিন এক প্রশ্নে তার প্রতিক্রিয়া, দেশ জুড়ে হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদের রাজনীতি এটা অপছন্দের। এই করে সমাধান হয় না। শিক্ষা বেসরকারিকরণের ব্যপারে প্রতিক্রিয়া, পড়াশোনা করলে, ইংরেজি মাধ্যম হোক বা বাংলা, সাফল্য আসবে।
Comments :0