Prayagraj Waterlogging

ভাসছে প্রয়াগরাজ, কড়া সমালোচনার মুখে বিজেপি

জাতীয়

জলভাসি প্রয়াগরাজ। করেলা বাগ এলাকার ছবি।

জলে ভাসছে এলাহাবাদ বা প্রয়াগরাজ। করেলা বাগের মতো অঞ্চলের অবস্থা ভয়াবহ। বসত এলাকা থেকে ব্যবসায়িক এলাকা বেহাল। বিজেপি সরকারকে কড়া সমালোচনার মুখে ফেললেন উত্তর প্রদেশের বিরোধীরা। 
কেবল জলমগ্ন হওয়ার জন্য নয়, প্রয়াগরাজে কিছুদিন আগে কুম্ভমেলার জন্য তৈরি রাস্তাও ভেঙে পড়ছে। তার ছবি দিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কড়া সমালোচনা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। 
এলাহাবাদের বিভিন্ন এলাকার ভিডিও ছড়িয়েছে সর্বত্র। বসতি এলাকায় নৌকায় পারাপারের দৃশ্য ধরা পড়েছে ভিডিও-তে। আবার এক দম্পতি তাঁদের সদ্যোজাতকে কোনক্রমে মাথার ওপর তুলে ধরে বুক সমান জল পার হচ্ছেন, ছড়িয়েছে এমন ছবিও। 
গত কয়েকদিন ব্যাপক বৃষ্টি হয়েছে দেশের আরও বহু প্রান্তের মতো এলাহাবাদেও। গঙ্গার শাখানদী সাসুর খাদেরির জল উপচে পড়েছে। গঙ্গার জলও বইছে বিপদসীমার ওপর। 
সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে বহু এলাকায় লোকজন উঁচু বাড়িতে আশ্রয় নিচ্ছেন। একতলা প্রায় ভেসে গিয়েছে। গত শনিবার থেকে টানা বৃষ্টির মুখে পড়েছে উত্তর প্রদেশ। সারা রাজ্যে মৃত্যু হয়েছে ১৮ বাসিন্দার। পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, কেরালা এবং উত্তরাখণ্ডেও বৃষ্টির দাপট। 
এদিকে অখিলেশ সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন সংবাদমাধ্যমের ছবি। ভেঙে পড়া রাস্তা, বড় বড় গর্ত দেখা যাচ্ছে ছবিতে। বলা হয়েছে, কুম্ভমেলার আগে ত্রিবেণী পুষ্প থেকে শিবালয় পার্ক পর্যন্ত সংযোগের বিশেষ রাস্তা বানানো হয়েছিল। বহু কোটি টাকা খরচ দেখানো হয়েছিল। অথচ কয়েকমাসের মধ্যেই ভেঙে গিয়েছে রাস্তা। 
বৃষ্টি কারণ হলেও এলাহাবাদের বাসিন্দাদের প্রশ্ন নিকাশির ব্যবস্থা থাকলে বৃষ্টি থামার পরও অনেকক্ষণ জল জমে থাকত না।

Comments :0

Login to leave a comment