মে-তে সবজির দাম বেড়েছে ২৭.৩৩ শতাংশ হারে। ডালের দামও বেড়েছে ১৭.১৪ শতাংশ হারে। সব খাদ্যদ্রব্যে, গত বছরের মে’র তুলনায়, এবার দাম বাড়ার হার ৮.৬৯ শতাংশ।
মে-তে যদিও ক্রেতা মূল্য সূচক এপ্রিলের তুলনায় খানিক কম। এপ্রিলের ৪.৮৩ শতাংশ থেকে মে-তে কমে হয়েছে ৪.৭৫ শতাংশ। কিন্তু বাজারের গতি, বিশেষ করে, আমজনতার যন্ত্রণা বেশি বোঝা যাবে বিশেষ বিশেষ পণ্যে দাম বাড়ার হার দেখলে।
আমজনতা কেনাকাটা করেন এমন বাজার বা খুচরো বাজারে দামের নিরিখে কষা হয় ক্রেতা পণ্য সূচক। বাড়া-কমার ফারাকের বিচারে দেখা হয় দামের ওঠানামার হার।
কেন্দ্রেরই পরিসংখ্যান জানাচ্ছে, দানাশস্যে দাম বৃদ্ধি হয়েছে ৮.৬৯%। মাছ-মাংস বেড়েছে ৭.২৮ শতাংশ হারে। ডিমেরও হাম বেড়েছে ৭.৬২ শতাংশ হারে। ডালের এবং সবজির দাম চড়া, তার ওপরও বাড়ছে দাম।
ফলেরও দাম বেড়েছে ৬.৬৮ শতাংশ হারে। গার্হস্থ্য ভোগ ব্যয় সমীক্ষা এর আগেই দেখিয়েছে যে ফলের জন্য সবচেয়ে কম বরাদ্দ করতে পারছে সাধারণ পরিবার।
CPI Inflation MAY
মে-তে সবজির দাম চড়া ২৭.৩৩%, খাদ্যে ৮.৬৯%
×
Comments :0