মণিপুরের জিরিবাম জেলায় নতুন করে হিংসাট পর মেইতেই ও উপজাতি সংগঠনগুলো একে অপরের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগ করেছে।
বৃহস্পতিবার রাত থেকে জিরিবাম জেলায় তীব্র উত্তেজনার মধ্যে বিপুল সংখ্যক গ্রামবাসী মেইতেই ও উপজাতি উভয় সম্প্রদায়ের শতাধিক বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং একজন ব্যক্তিও নিহত হয়েছেন।
বৃহস্পতিবার জিরিবামে ৫৯ বছর বয়সী সোইবাম শরৎকুমার সিংকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জেলা প্রশাসন জিরিবাম এবং সংলগ্ন তামেংলং জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে।
Manipur ethnic conflict
মণিপুরে নতুন করে হিংসা
×
Comments :0