‘‘রাজনীতিতে বিপুল অর্থ ব্যবহার করে হচ্ছে জনমত বদলানের ক্ষেত্রে। এর বিরুদ্ধে মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করতে হবে।’’ সিপিআই(এম) এর ২৭ তম রাজ্য সম্মেলন প্রাঙ্গন থেকে এই আহ্বান জানালেন মহম্মদ সেলিম।
(দেখুন ভিডিও এই লিঙ্কে: https://www.youtube.com/watch?v=lL0gwJvztYQ)
রবিবার ডানকুনিতে, সিপিআই(এম) রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে, সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘আমাদের রাজ্য সম্মেলন হচ্ছে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে। রাজ্য সম্পাদক হিসাবে গতকাল প্রতিবেদন পেশ করেছি। তার ওপর আলোচনা চলছে।’’ এবার প্রথম সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের নিয়ে হবে বিশেষ অধিবেশন। নির্বাচনী লড়াই সংগ্রামের অভিমুখ কী হবে, তা নিয়ে হবে আলোচনা।
সেলিম বলেন, ‘‘আগামীকাল বিশেষ অধিবেশন হবে, যা ভবিষ্যতের দিক নির্দেশ করবে। রাজ্যের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হবে। এই প্রথম এই ধরনের অধিবেশন হচ্ছে।’’
অভ্যর্থনা সমিতির পক্ষ থেকে রাজ্যে সিপিআই(এম)’র ইতিহাস এবং বর্তমান সময় নিয়ে একটি বই তৈরি করা হয়েছে। এদিন তা প্রকাশ করেন সেলিম।
সিপিআই(এম) রাজ্য সম্পাদক জানান, সম্মেলনে ১৩টি প্রস্তাব পেশ হয়েছে মূল রাজনৈতিক সাংগঠনিক প্রস্তাবের পাশাপাশি। সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে প্রস্তাব পেশ হয়েছে সম্মেলনে। তিনি বলেন, ‘‘সংবাদমাধ্যমকে যে ভাবে ব্যবহার করা হচ্ছে তাতে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে। স্বাধীন এবং বহুত্ববাদী সংবাদমাধ্যমে পক্ষে প্রস্তাব নেওয়া হয়েছে এই সম্মেলন থেকে।’’
তিনি আরও জানান রাজ্যে বন্যা নিয়ন্ত্রণ, জল, জমি বাঁচানোর প্রস্তাবও নেওয়া হয়েছে। সেলিমের কথায়, নদী ভাঙনের ফলে বহু জমি গঙ্গা বক্ষে চলে গিয়েছে। সেই নিয়ে কোন আলোচনা নেই। খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার প্রস্তাব, কৃষকদের স্বার্থ রক্ষা, সাম্রাজ্যবাদ বিরোধী প্রস্তাবও নেওয়া হয়েছে। মহম্মদ সেলিম বলেন, ‘‘ভূমধ্য সাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে চক্রান্ত চলছে, পারস্য উপ-সাগর উপকূলে যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল তা বঙ্গোপসাগরের দিকে নিয়ে আসার চেষ্টা চলছে। এরাজ্যে অনেকে সেই চক্রান্ত চালাচ্ছে। আমরা তার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ের ডাক দিচ্ছি।’’
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রস্তাবের পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষার প্রস্তাবও গৃহীত হয়েছে। সেলিম বলেন, ‘‘আশির দশক থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষার জন্য বামফ্রন্ট সরকার লড়াই চালিয়েছে। এখন দেখা যাচ্ছে এই যুক্তরাষ্ট্র কাঠামো ভাঙার একটা চক্রান্ত চলছে। সব কিছু কেন্দ্রীভূত করার চেষ্টা চলছে। বিভিন্ন রাজ্য সরকার তৈরি করা হচ্ছে যারা আত্মসমর্পন করছে কেন্দ্রীয় সরকারের কাছে।’’
Comments :0