কলকাতার বিটি রোডে ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার সকালে বিটি রোড সংলগ্ন একটি গ্যারেজে এই বিস্ফোরণ ঘটে। সিঁথি থানা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, স্ক্রাব গাড়ি কাটাইয়ের একটি গ্যারেজে পুরনো তেলের ট্যাঙ্কার কাটার সময় এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে, এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায় এক কিলোমিটার দূর থেকেও। বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে, নিহত শ্রমিকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করতে হয় গাছের উপর থেকে। এলাকার মানুষজন শব্দ শুনে ছুটে গিয়ে দেখেন, এক শ্রমিক রক্তাক্ত অবস্থায় গাছের উপর আটকে রয়েছেন। আরও এক জন দূরে পড়ে আছেন। তাঁর দেহের জামাকাপড় সব উড়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। দুই শ্রমিককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলকাতার আর জি কর হাসপাতালে।
হাসপাতালের চিকিৎসকরা এক জন শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, তাঁর শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছিল। মৃত ওই শ্রমিকের নাম সাগর সোরেন (৩৫)। ওই ব্যক্তির বাড়ি পুরুলিয়ার পুঞ্চার গোবিন্দপুরে। কাজের সুবাদে ওই যুবক থাকতেন সিঁথি এলাকায়। অপর জখম কর্মী আর জি কর হাসপাতালে ভর্তি হলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। ওই ব্যক্তির নাম শঙ্কর হালদার (৫৫)। তাঁর বাড়ি বরানগরে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
Comments :0