নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ভোট পরবর্তী হিংসার কারণে ১৯ জুন পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। আদালতের পক্ষ থেকে সেই সময় বাড়িয়ে করা হব ২১ জুন। এবারও আরও পাঁচদিন বাড়লো সময়সীমা।
এদিন আদালতে রাজ্যের পক্ষ থেকে যেই তথ্য জমা দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনও ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে। রাজ্যের রিপোর্টকে ভিত্তি করেই কেন্দ্রের পক্ষ থেকে দাবি জানানো হয় বাহিনীর থাকার সময় বাড়ানোর।
উল্লেখ্য বাহিনী থাকলেও ভোট পরবর্তী হিংসায় কোন লাগাম পড়ানো যায়নি। উল্টে স্কুল গুলোয় কেন্দ্রীয় বাহিনী থাকায় বন্ধ থাকছে পঠন পাঠন।
Comments :0