KERALA RALLY LDF

কেজরিওয়ালের গ্রেপ্তারি, সিএএ’র বিরুদ্ধেও এলডিএফ’র মিছিল, সমাবেশ কেরালায়

জাতীয়

রবিবার কান্নুরে বাম গণতান্ত্রিক ফ্রন্টের মিছিল কান্নুরে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে কান্নুরে বিশাল মিছিল করল বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ)। রাজ্যের বিভিন্ন প্রান্তে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-র বিরুদ্ধে সমাবেশে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী এবং সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য পিনারাই বিজয়ন।
সিপিআই(এম) কেরালা রাজ্য সম্পাদক এবং পলিট ব্যুরো সদস্য এমভি গোবিন্দন মাস্টার নেতৃত্ব দেন কান্নুরের মিছিলে। অংশ নেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য পিকে শ্রীমতীও। গণতন্ত্রের ওপর আক্রমণের প্রতিবাদ জানিয়েছে মিছিল। কেন্দ্রের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করে উঠেছে একের পর এক স্লোগান। 
রবিবার এর্নাকুলামেও প্রতিবাদ মিছিল করেছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট। 
শনিবার রাতে কোঝিকোড় এবং কাসারাগোড়ে সমাবেশ হয়েছে সিএএ’র বিরুদ্ধে। বিজয়ন বলেছেন, ‘‘দেশকে ভাগ করছে আরএসএস এবং বিজেপি। একের পর এক ষড়যন্ত্র করে চলেছে। মানুষকে ভাগ করে নির্বাচনে সুবিধা পাওয়ার চেষ্টায় জারি করা হয়েছে সিএএ বিধি।’’
বিজয়ন বলেন, ‘‘নাগরিকত্ব দেওয়া উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য নাগরিকত্ব কেড়ে নেওয়ার। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব চালু করে মেরুকরণ করতে নেমেছে বিজেপি। দেশের মানুষ এই চক্রান্তকে প্রতিহত করবেন।’’

Comments :0

Login to leave a comment