INDIA

একসাথে দিল্লি গেলেন নীতিশ এবং তেজস্বী, তবে দুজন যোগ দেবেন দুই আলাদা শিবিরের বৈঠকে

জাতীয়

একই বিমানে দিল্লি গেলেন জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং আরজেডি নেতা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দিল্লিতে আজ বৈঠকে বসছে ইন্ডিয়া এবং এনডিএ দুই শিবিরই। 

নীতিশ প্রথমে ইন্ডিয়ায় থাকলেও শিবির বদল করে ফিরে গিয়েছেন এনডিএতে। এবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। শরিকদের ওপর নির্ভর করতে হচ্ছে তাদের সরকার গঠনের জন্য। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতিশের জেডিইউ। ৫৪৩ আসনের লোকসভায় সরকার গঠনের জন্য দরকার ২৭২। এনডিএ পেয়েছে ২৯৪, ইন্ডিয়া ২৩৪। নীতিশের শিবির বদল নিয়ে সামাজিকমাধ্যমে বিভিন্ন মিমও শেয়ার হওয়া শুরু হয়েছে। একটি বলা হয়েছে যে, এই প্রথম নীতিশ যদি শিবির বদল করে তবে তা দেশের মানুষের জন্য ভালো হবে।

যদিও গতকাল জেডিইউ’র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এনডিএ’র শরিক হিসাবেই থাকবে। চন্দ্রবাবু নাইডুও মোদীকে অভিনন্দন জানিয়েছেন ফলাফলের পর। অন্ধ্রপ্রদেশেও ক্ষমতা দখল করেছে এনডিএ। নাইডু বলেছেন যে, এনডিএ রাজ্যে উন্নতির জন্য কাজ করবে। 

এখন দেখার বুধবারের বৈঠকের পর নতুন কোন ঘটনা দিল্লিতে ঘটে কি না।

Comments :0

Login to leave a comment