MARDEKA CUP

ফাইনালে উঠতে ব্যর্থ সুনীল ছেত্রীরা

খেলা

india vs saudi arabia football asian games indian mens football indian football bengali news

মালয়েশিয়ার বুকিত জলিল ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামের দর্শক আসন সংখ্যা প্রায় ৯০,০০০ হাজার। শুক্রবার সন্ধ্যায় সেখানে মারডেকা কাপ সেমিফাইনাল ম্যাচে ভারতের বিরুদ্ধে মালয়েশিয়া ৪-২ ব্যবধানে জয়লাভ করেছে। আগামী ১৭ অক্টোবর মঙ্গলবার কিম পান গণের দল ফাইনাল খেলবে তাজিকিস্তানের বিরুদ্ধে। একদাশ’তম খেতাব ঘরে তোলার জন্য।  

খেলায় লালিয়ানজুয়ালা ছাংতেরা নিজেদের পারফরম্যান্সে খুব বেশি খুশি হতে পারেননি। গুরপ্রীত সিং সান্ধুরা হতাশ করেছেন সেটা বলাই বাহুল্য। ভারতীয় দলের হয়ে ব্যবধান কমিয়েছেন নাওরেম মহেশ সিং। ক্লাব ফুটবলে স্বপ্নের ছন্দে থাকা মণিপুর রাজ্যের নামবোলের উইঙ্গারের ডান পায়ের জোরালো শট বিপক্ষ গোলকিপারের হাত ফোসকে গোলে ঢুকে গিয়েছে। শটে অত্যন্ত সুইং ছিল। আন্তর্জাতিক ফুটবলে ২টি গোল করে ফেললেন ইস্টবেঙ্গল উইঙ্গার। এছাড়া মেইন ইন ব্লু দলের অধিনায়ক সুনীল ছেত্রী দলে ফিরেই দর্শনীয় ভাবে স্কোর করেছেন। তিনি মাঠে ছিলেন দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিট পর্যন্ত। অন্তিম মুহূর্তে সতীর্থের দেওয়া সহজ বল ধরতে পারেননি বলে প্রশিক্ষক ইগর স্টিম্যাচ বকা দিয়েছেন ছাত্র উদন্ত সিংকে।  

সাহাল আব্দুল সামাদরা চেষ্টা করেছেন বল ধরে গোছানো আক্রমণ তৈরি করতে। তবে ঘরের মাঠে মালয়েশিয়ার ফুটবলাররা শক্তিশালী পারফরম্যান্স উপহার তুলে ধরেছেন। দলের হয়ে খেলার ফলাফল ৪-২ করেছেন লা’ভেরে করবিন-ওং। ডান-পায়ের গড়ানো শটে। বক্সের ডান-প্রান্তে ইন সাইড-আউট সাইডে কেটে গিয়েছেন ভারতীয় দলের নিখিল পূজারী।  

 
 

Comments :0

Login to leave a comment