INDIA VS WEST INDIES

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম টেস্টে জয় ভারতের

খেলা

WEST INDIES INDIA TEST CRICKET CRICKET CRICKET WORLD CUP 2023 BENGALI NEWS

উইন্সডর পার্ক ডমিনিকাতে, প্রথম টেস্টে জয় ভারতের। টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় কারিবিয়ানরা। প্রথমে ব্যাট করে, তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাঁদের ব্যাটিং লাইন আপ। সর্বাধিক ৪৭ রান করেন আথাঞ্জে। মাত্র ১৫০ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ভারতের হয়ে ৫ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন এবং ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

জবাবে ব্যাট করতে নেমে, ভালোই স্কোর দাঁড় করায় ভারত। মোট ৫ উইকেট হারিয়ে ৪২১ রান তোলার পর ডিক্লেয়ার করে টিম ইন্ডিয়া। অভিষেক টেস্টেই দুর্দান্ত সেঞ্চুরি করেন যশস্বী জয়সওয়াল। তাঁর সংগ্রহে ১৭১ রান। অন্যদিকে অধিনায়ক রোহিত শর্মা করেন ১০৩ রান। বিরাট কোহলি করেন ৭৬ রান।

স্বভাবতই, ফলো অন খায় ওয়েস্ট ইন্ডিজ এবং দ্বিতীয় ইনিংসে আবার তাঁরা ব্যাট করতে নামে। সেক্ষেত্রেও ক্যারিবিয়ানদের অবস্থা ছিল তথৈবচ। মাত্র ১৩০ রানেই শেষ হয়ে যায় তাঁদের দ্বিতীয় ইনিংস। অশ্বিন একাই নেন ৭ উইকেট এবং ২ উইকেট পান জাদেজা। অর্থাৎ, দুটি ইনিংস মিলিয়ে রবিচন্দ্রন অশ্বিনের সংগ্রহে সর্বমোট ১২টি উইকেট।  

ভারত জয়ী একটি ইনিংস এবং ১৪১ রানে। ম্যাচের সেরা যশস্বী জয়সওয়াল।

Comments :0

Login to leave a comment