সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক ইরানীয় মৎসজীবীদের উদ্ধার করল ভারতীয় নৌসেনা।
ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, আফ্রিকার এডেন উপকূলে জলদস্যু হামলার মুখে পড়ে একটি ইরানীয় মাছ ধরার ট্রলার। ট্রলারে ১৭জন মৎসজীবী ছিলেন। ট্রলারটি থেকে বিপদ সঙ্কেত পাঠানো হয়। সঙ্কেত পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমিত্রা।
নৌসেনার তরফে জানানো হয়েছে, ট্রলারটির দখল নিয়ে ১৭জন ইরানীয় মৎসজীবীকে পণবন্দী করেছিল জলদস্যুরা। নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘটনাস্থলে পৌঁছে জলদস্যুদের উপর চাপ সৃষ্টি করে। দীর্ঘ টানাপোড়েনের পরে ট্রলার সহ ইরানীয় মৎসজীবীদের মুক্তি দিয়ে এলাকা থেকে সরে যায় জলদস্যুদের দলটি।
ইরানীয় নাবিকদের প্রয়োজনীয় সুশ্রুসার পরে ছেড়ে দেওয়া হয়। তাঁরা তাঁদের গন্তব্যে ফিরে যান। নৌবাহিনী সূত্রে খবর, আরব সাগরের আন্তর্জাতিক জলসীমায় জলদস্যুদের উপদ্রব ঠেকাতে ১২টির কাছে যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এর মধ্যে রয়েছে আইএনএস কোচি, আইএনএস মার্মাগাও, আইএনএস কলকাতা, আইএনএস চেন্নাই’র মত অত্যাধুনিক রণতরী। এর পাশাপাশি মোতায়েন রয়েছে নৌবাহিনীর পি৮আই পোসাইডন এবং ডর্নিয়ার যুদ্ধবিমান।
Comments :0