INDIAN WOMEN'S CRICKET

প্রথম দিনে রেকর্ড স্কোর ভারতীয় মহিলা ক্রিকেট দলের

খেলা

WOMENS CRICKET INDIA ENGLAND TEST CRICKET BENGALI NEWS

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনে ৪১০ রান করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বৃহস্পতিবার মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমী স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছেন হরমনপ্রীতরা। দিনের শেষে ভারতের স্কোর ৪১০/৭। 

এদিন ভারতের হয়ে ৬০’র ঘরে রান করেন সতীশ শুভা, জেমাইমা রডরিগেস, ইয়াসতিকা ভাটিয়া। দীপ্তি শর্মা অপরাজিত রয়েছেন ৬০ রানে। অধিনায়ক হরমনপ্রীত কৌর ৪৯ রান করেন। 

ইংল্যান্ডের হয়ে লরেন বেল ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন কেট রস, ন্যাট স্কিভার-ব্রুন্ট, চার্লি ডিন এবং সোফি এক্লেস্টোন। 

২ বছর পরে এদিন টেস্ট ক্রিকেট খেলতে নামে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ১৯৩৫ সালে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট টিম নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিনে ৪৩১ রান করেছিলেন। বৃহস্পতিবার, ৮৮ বছর পরে অল্পের জন্য সেই রেকর্ড ভাঙতে পারল না ভারতীয় দল। যদিও এদিনের স্কোর ভারতীয় মহিলা ক্রিকেটের সর্বোচ্চ প্রথম দিন ব্যাটিংয়ের স্কোর। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। 

চারদিনের এই টেস্ট ম্যাচ রবিবার অবধি চলবে। 

Comments :0

Login to leave a comment