পথসভা-জনসভার সঙ্গে চলছে পথনাটক। চলছে সাংস্কৃতি অনুষ্ঠান। সিপিআই(এম) এবং বামপন্থীদের এই প্রচার নজর টানছে জনতার। নজর টানছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেরও।
ফ্রান্সের বিখ্যাত সংবাদ প্রতিষ্ঠান ‘লা মঁদে’ কলকাতা থেকে বামপন্থী এবং কমিউনিস্ট কর্মীদের সাংস্কৃতিক প্রচার নিয়ে প্রকাশ করেছে প্রতিবেদন। কলকাতায় শিল্পী বুদ্ধিজীবীদের ফ্যাসিস্ট শাসন বিরোধী প্রচারকে ধরা হয়েছে প্রতিবেদনে।
তরুণ নাট্যকার সৈকত ঘোষের মন্তব্যও প্রকাশ করা হয়েছে নিবন্ধে। ঘোষ প্রতিবেদককে বলেছেন, ‘‘থিয়েটারের মাধ্যমে জনতার কথা বলতে চাই। বলতে চাই শিক্ষার কথা, চাকরির কথা, শিল্পায়নের কথা। তুলতে চাই গরিব ঘরের ছেলেমেয়েদের দাবি দাওয়া থিয়েটারকে হাতিয়ার করেই।’’
প্রতিবেদনে জানানো হয়েছে যে সিপিআই(এম)’র কর্মীরাই করছেন এমন বহু পথনাটক। উত্তরে জলপাইগুড়ি থেকে দক্ষিণে শ্রীরামপুর বা যাদবপুর, দমদমের মতো কেন্দ্রে এমন বহু উদ্যোগ নজর এড়াচ্ছে না। শিল্পী, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মীদের সঙ্গে কথোপকথন চালাচ্ছেন সিপিআই(এম) প্রার্থীরা। বহু জায়গায় গান বেঁধে লোকশিল্পীরা চালিয়েছেন প্রচার। কৃষ্ণনগর বা রানাঘাটের মতো কেন্দ্রে সীমান্ত লাগোয়া এলাকায় গানের সুরে আর কথায় প্রশ্ন তোলা হয়েছে বিভাজনের রাজনীতিকে ঘিরে। শ্লেষ ঝরে পড়েছে যোগ্য চাকরিপ্রার্থীদের বঞ্চিত করে চাকরি নিলামের রাজনীতিতে। বস্তুর তৃণমূল এবং বিজেপি, সাংস্কৃতিক উপস্থাপনায় ক্ষোভের মুখে পড়েছে দু’দলের রাজনীতিই।
বৃহস্পতিবারও দমদম কেন্দ্রের মধ্যেই বরানগরে এমন আয়োজন হয়। বরানগর বিধানসভা কেন্দ্রে ১ জুনই একসঙ্গেই হবে উপনির্বাচন। বিধানসভা উপনির্বাচনে সিপিআই(এম) প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সঙ্গে অংশ নেন প্রখ্যাত মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা বিমল চক্রবর্তী, নাট্যকর্মী অদ্রিজা দাশগুপ্ত, শিল্পী কঙ্কন ভট্টাচার্য, ড. সৌমিক দাস, নাট্য নির্দেশক আশিস চ্যাটার্জি, পরিবেশ আন্দোলনের কর্মী বাসব বসাকও।
LEFT CULTURAL ACTIVISTS
বামপন্থীদের সাংস্কৃতিক প্রচার নজর টানছে বিদেশী সংবাদমাধ্যমেরও
×
Comments :0