ISRAEL PALESTINE CONFLICT

গাজার স্কুলে হামলায় ব্যবহার হয়েছে আমেরিকার বোমা

আন্তর্জাতিক

israel palestine conflict hamas usa israel iran india bengali news

বুধবার রাতে গাজা ভূখন্ডের নুসেইরত ত্রাণ শিবিরের একটি স্কুলে হামলা চালায় ইজরায়েল। সেই হামলায় ৪০ জনের বেশি সাধারণ মানুষ প্রাণ হারান। আমেরিকার সংবাদ সংস্থা সিএনএন’র তদন্তে উঠে এসেছে, স্কুলে হামলা চালানোর জন্য আমেরিকার দেওয়া বোমা ব্যবহার করেছে ইজরায়েলী সেনা। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। 

সমালোচনার মুখে ইজরায়েলের তরফে বলা হয়েছে, ‘‘আমরা জানতাম না স্কুলে সাধারণ মানুষ ছিল। আমাদের কাছে খবর ছিল হামাসের দাগী কিছু অপরাধী সেখানে আশ্রয় নিয়েছে। তাই হামলা চালানো হয়।’’

ইজরায়েলী সেনার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লের্নের বলেছেন, ‘‘হামলায় ২০ থেকে ৩০ জন হামাস সদস্য মারা গিয়েছে। তাদের মধ্যে ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালানো অপরাধীরাও ছিল।’’

বৃহস্পতিবার রাতে ইজরায়েলী সেনা জানিয়েছে, নিহতদের মধ্যে ৯জন হামাস সদস্যকে চিহ্নিত করা হয়েছে। অপরদিকে সিএনএন’র সাংবাদিকরা জানাচ্ছেন, ঘটনার পরেই পার্শ্ববর্তী আল-আকসা শহীদ হাসপাতালে ৪০জনের মৃতদেহ নিয়ে আসা হয়। ইজরায়েলী সেনার বক্তব্য থেকেই স্পষ্ট, নিহতদের ৭৫ শতাংশের বেশি মানুষ হামাসের সদস্য নয়।

সিএনএন জানাচ্ছে, আদৌ কোনও হামাস সদস্য স্কুলের হামলার ঘটনায় প্রাণ হারিয়েছে কিনা, সেটা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। সেক্ষেত্রে ইজরায়েলের বিরুদ্ধে জোরালো হয়ে উঠছে গণহত্যা চালানোর অভিযোগ। 

প্রসঙ্গত, তিনতলা স্কুলটিতে ৬ হাজার মানুষ আশ্রয় নিয়েছিলেন।

একইসঙ্গে সিএনএন জানাচ্ছে, গত দুই সপ্তাহে দুই’বার সাধারণ মানুষের উপর আমেরিকার পাঠানো বোমা বর্ষণের প্রমাণ মিলেছে তাঁদের তদন্তে। ২৬ মে রাফার ত্রাণ শিবিরে ভয়াবহ হামলা চালানো হয়। দ্বিতীয়টি ঘটেছে বুধবার রাতে। দুটি ক্ষেত্রেই আমেরিকায় তৈরি জিবিইউ-৩৯ বোমা ব্যবহারের প্রমাণ মিলেছে। 

চাপের মুখে দাঁড়িয়ে আমেরিকার স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘‘ ইজরায়েলকে প্রয়োজনীয় প্রশ্নগুলি করা হবে। আমরা আশা করছি, ইজরায়েল সরকারের তরফে স্বচ্ছ ভাবে সত্যিটা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।’’

অপরদিকে গাজার স্বাস্থ্যমন্ত্রককে উদ্ধৃত করে আল জাজিরা জানাচ্ছে, গত ২৪ ঘন্টায় ইজরায়েলী হামলায় ৭৭ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ২২১। ৭ অক্টোবর থেকে চলা সংঘর্ষে এখনও অবধি নিহতের সংখ্যা ৩৬ হাজার ৭৩১। আহতের সংখ্যা ৮৩ হাজার ছাড়িয়েছে। ওয়েস্ট ব্যাঙ্কে একই সময়কালে পাঁচশোর বেশি মানুষ ইজরায়েলী সেনার হাতে খুন হয়েছেন। আহতের সংখ্যা পাঁচ হাজারের বেশি। 

রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেজ ইজরায়েলকে শিশু নিগ্রহকারী দেশগুলির কালো তালিকাভুক্ত করেছে। এর প্রতিবাদ জানিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য, ‘‘ইজরায়েলী সেনা বিশ্বের সবথেকে মানবিক সেনাবাহিনী।’’

 

Comments :0

Login to leave a comment