Bayron Biswas

বাইরন বিশ্বাসের বাড়ি সহ ৮টি প্রতিষ্ঠানে আয়কর হানা

রাজ্য

বুধবার সকালে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি সহ ৮ টি প্রতিষ্ঠানে হানা দিল আয়কর দপ্তরের আধিকারীকরা। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে বিধায়কের বাড়ি, হাসপাতাল, গোডাউন। জানা গেছে কর ফাঁকির অভিযোগে বাইরনের বাড়িতে হানা দিয়েছে আয়কর দপ্তর। তাঁর বিরুদ্ধে অভিযোগ দীর্ঘ দিন ধরে তিনি কর ফাঁকি দিয়েছেন। এখনও চলছে তল্লাশি। 
২৭ ফেব্রুয়ারি হয় সাগরদিঘি আসনে উপনির্বাচন। সেই ভোটের ফল ঘোষণা হয় ২মার্চ। তৃণমূল প্রার্থী দেবাশিস ব্যানার্জীকে হারিয়ে ভোটে জেতেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। বামফ্রন্টও সমর্থন করেছিল বাইরনকে। যদিও ভোটে জিতে দলে থাকেন নি বাইরন। ২৯ পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। বাইরনের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন অভিষেক। সূত্রের খবর, এদিন  সকাল থেকেই তাঁর বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়। এই মুহূর্তে আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন।


 

এদিন বাগনানের বরুন্দায় কৃষ্ণা টিস্যু প্রাইভেট লিমিটেডে আয়কর হানা। বেলা ১২টা ৩০ মিনিট নাগাদ ৯টি গাড়ি করে একটা বিরাট আয়কর দপ্তরের অফিসার দল হানা দেয়।

Comments :0

Login to leave a comment