আর মাত্র বাকি কয়েকঘণ্টা। শুক্রবার, ১৯ জানুয়ারি কলিঙ্গ সুপার কাপের ডার্বিতে মুখোমুখি মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল।
আপাতত দুই দলই তাঁদের প্রথম দুটি ম্যাচে জয় পেয়েছে। ফলে, আত্মবিশ্বাসের জায়গা থেকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল উভয়ই ভালো জায়গায় রয়েছে। হ্যামিল, পেত্রাতোস, হুগো বুমোস, কিয়ান নাসিরি, হেক্টর, গ্লেন মার্টিন্স, জেসন কামিংস, আশিস রাই এবং সুহেইল প্রত্যেকেই যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছেন। তবে মোহনবাগানের একাধিক ফুটবলার আবার জাতীয় দলের হয়ে খেলতে এখন ব্যস্ত। স্বভাবতই, তাঁদের সার্ভিস পাবে না দল।
অন্যদিকে, ইস্টবেঙ্গলের হয়েও রাকিপ, হিজাজি, নিশু কুমার, সল ক্রেসপো, বোরহা, নন্দকুমার, ক্লেইটন সিলভা, সিভেরিও বেশ ভালো ফর্মে রয়েছেন। শেষ ম্যাচে শ্রীনিধি ডেকান এফসিকে ২-১ গোলে হারিয়ে টগবগ করে ফুটছে তাঁরা। কলিঙ্গ সুপার কাপে ভালো ফল করাই লক্ষ্য কার্লোস কুয়াদ্রাতের ছেলেদের কাছে।
তবে মোহনবাগানও পিছিয়ে নেই। গত ম্যাচে হায়দ্রাবাদ এফসিকে ২-১ গোলে হারিয়ে ভালো জায়গায় রয়েছে সবুজ মেরুন শিবির। ফলে, লড়াই হবে সমানে সমানে।
এখন দেখার বিষয় এটাই যে, শেষপর্যন্ত জয় হাসিল করতে পারে কোন দল।
Comments :0