Recruitment scam

জামিন পেলেন কল্যাণময়, অন্য মামলায় তাকে হেপাজতে নিতে আদালতে সিবিআই

রাজ্য

নবম এবং দশম নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে হেপাজতে চেয়ে আদালতের দ্বারস্থ হলো সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার হাই কোর্টে শর্তসাপেক্ষ জামিন পান প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি কান্ডে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন তিনি। এদিন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিসন বেঞ্চের পক্ষ থেকে তাকে জামিন দেওয়া হয়। আদালতের পক্ষ থেকে বলা হয় যে নিয়মিত তাকে থানায় হাজিরা দেওয়ার পাশাপাশি পাসপোর্ট জমা রাখতে হবে পুলিশের কাছে।

হাইকোর্টে তার জামিনের হওয়ার পরপরই আলিপুর আদালতের কাছে সিবিআইয়ের পক্ষ থেকে আবেদন করা হয়েছে তাকে হেপাজতে নেওয়ার জন্য। আজই তার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য এর আগে মানিক ভট্টাচার্যের স্ত্রী এই দুর্নীতি মামলায় জামিন পান। তার বিরুদ্ধে কোন প্রত্যক্ষ প্রমান না থাকায় আদালত তাকে জামিন দেয়। কিন্তু নিয়োগ দুর্নীতিতে বার বার প্রাক্তন পর্ষদ সভাপতির নাম উঠে এসেছে। 

গত বছর পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর অনেকে গ্রেপ্তার হয়েছেন। কিন্তু তদন্ত শেষ হয়নি। আদালতে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে সিবিআই এবং ইডির মতো দুই কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। বুধবার কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনের পর তদন্তকারি সংস্থাদের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।   

Comments :0

Login to leave a comment