Accident

কুম্ভের পথে ফের দুর্ঘটনা, মৃত দুই

রাজ্য জেলা

মহাকুম্ভে যাবার পথে এশিয়ান হাইওয়েতে একটি লরি ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে একজনের। ঘটনায় আহত হয়েছে প্রায় ১২জন। আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সোমবার সকালে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির সাতভাইয়া মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়েতে মুখোমুখি দুর্ঘটনার মুখে পড়ে একটি লরি ও একটি পিক আপ ভ্যান। 
জানা গেছে, মৃত ব্যক্তির নাম নিরঞ্জন সরকার। আসামের বাসিন্দা। ঘটনাস্থলেই মারা যান তিনি। আসাম থেকে দর্শনার্থীদের একটি দল বোঝাই পিক আপ ভ্যান প্রয়াগরাজের দিকে যাচ্ছিলো। পিক আপ ভ্যানটিতে মোট ১৩জন ছিলেন। নকশালবাড়ির দিক থেকে যাবার সময় দ্রুত গতিতে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় পিক আপ ভ্যানটির। সংঘর্ষে পিক আপ ভ্যানটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পরে লরি চালক লরি ছেড়ে পালিয়ে যায়। এদিকে দুর্ঘটনাগ্রস্ত পিক আপ ভ্যানটির ভেতরেই চালক আটকে থাকেন। পরে দুর্ঘটনার খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ ও স্থানীয়রা এগিয়ে গিয়ে পিকআপ ভ্যান চালক সহ দর্শনার্থীদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসকরা নিরঞ্জন সরকারকে মৃত বলে ঘোষণা করেন। 
পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর মোট ১১জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনকবলে জানা যাচ্ছে। নকশালবাড়ি থানার পুলিশ দুর্ঘটনাস্থল থেকে লরি ও পিকআপ ভ্যানটিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। পলাতক লরি চালকের খোঁজে তল্লাশি সহ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।   
অন্যদিকে কুম্ভমেলায় গিয়ে আর বাড়ি ফেরা হল না রায়গঞ্জের পকম্বা গ্রামের এক ব্যক্তির। প্রয়াগরাজের কাছে রাস্তা পাড় হতে গেলে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতের নাম শ্যামল দাস। বয়স আনুমানিক ৫৮ বছর। রায়গঞ্জে ব্লকের পকম্বা গ্রামের বাসিন্দা। তাঁর  মৃত্যুর খবর গ্রামে পৌছাতেই শোকের আহ তৈরি হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, রায়গঞ্জ ব্লকের বাহীন গ্রাম পঞ্চায়েতের পকম্বা গ্রামের বাসিন্দা পেশায় কৃষিজীবী শ্যামল দাস। ওই গ্রামের আরও প্রায় ৩০ জন গত শুক্রবার প্রয়াগরাজে মহকুম্ভে স্নানের জন্য গেয়েছিলেন। রবিবার সেখানে স্নানও সারেন। ফেরার পথে প্রয়াগরাজের অদুরেই কোনো একটি পেট্রোল পাম্পেরা কাছে রাস্তা পাড় হতে গেলে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতের দেহ রায়গঞ্জে ফেরৎ আনার জন্য ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মৃতের ছেলে বিধূ দাস।

Comments :0

Login to leave a comment