ভাঙ্গরের পর ক্যানিং। বুধবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে।
এদিন সকালে সিপিআই(এম)'র দলীয় কার্যালয়ে মনোনয় জমা দেওয়ার জন্য জমায়েত করেন সিপিআই(এম) প্রার্থী এবং কর্মীরা। কিন্তু হঠাৎ করে দলীয় অফিসের ভিতর ঢুকে আক্রমণ করে তৃণমূলের গুন্ডা বাহিনী। প্রার্থীদের মনোনয়পত্র ছিড়ে দেওয়া হয়। আক্রান্ত হন অনেকে।
বিরোধীরা যাতে মনোনয়ন দিতে না পারে তার জন্য বুধবার সকাল থেকে ১৪৪ ধারা অগ্রাহ্য করে বিডিও দপ্তরের বাইরে লাঠি, বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকে তৃনমূলের বাহিনী। গোটা ঘটনার নীরব দর্শক প্রশাসন।
সূত্রের খবর এই মনোনয়নকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। দুই পক্ষের মধ্যে বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠেছে। আতঙ্কে গোটা ক্যানিং স্তব্ধ হয়ে গিয়েছে। বন্ধ রয়েছে দোকান বাজার। ভয় রাস্তায় কেউ বেরোচ্ছেন না।
Panchayat canning
তৃণমূলের গোষ্ঠী কোন্দলে স্তব্ধ ক্যানিং
×
Comments :0