Feluda

‘ফেলুদা’ নিয়ে ফিরছেন কমলেশ্বর মুখার্জি

বিশেষ বিভাগ

নতুন ভাবে ‘ফেলুদা’ নিয়ে আসছেন কমলেশ্বর মুখার্জি। পরিচালক জানিয়েছেন সত্যজিৎ রায়ের রয়াল বেঙ্গল রহস্য অবলম্বনে তিনি এই সিরিজ তৈরি করবেন। এর আগে বড় পর্দায় সন্দীপ রায়ের পরিচালনায় ২০১১ সালে মুক্তি পায় রয়াল বেঙ্গল রহস্য।
গণশক্তি ডিজিটালের পক্ষ থেকে কমলেশ্বর মুখার্জির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘আগে কখনও আমি গোয়েন্দা ছবি বা ক্রাইম সিনেমা করিনি। এটা একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে।’’ তিনি জানিয়েছেন, এপ্রিল থেকে শুরু হবে শুটিং। ফেলুদার চরিত্রে অভিনয় করবেন টোটা রায়চৌধুরি।
উল্লেখ্য এর আগে চাঁদের পাহাড়, আমাজন অভিযানের মতো সিনেমার পরিচালনা করেছে কমলেশ্বর মুখার্জি।

Comments :0

Login to leave a comment