আরজি করের ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খুন ও ধর্ষনের ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এদিন লালবাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার পুলিশ কমিশনার বলেন ছেঁড়া হেডফোনের সূত্র ধরে সঞ্জয় নামে ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ওই ব্যাক্তি আরজি কর হাসপাতালের কর্মী না হলেও সেখানে তার যাতায়াত ছিল।
এদিন বিনীত গোয়েল জানিয়েছেন, ‘‘ মৃত ডাক্তারি পড়ুয়ার পরিবারের সব দাবি মেনে নিতে প্রস্তুত আমরা।’’ উল্লেখ্য ডাক্তারি পড়ুয়ার পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনারের কথায় পরিবার যদি অন্য কোন তদন্তকারি সংস্থাকে দিয়ে তদন্ত করাতে চায় তাতে তাদের কোন আপত্তি নেই।
পুলিশ কমিশনার বলেন, ময়নাতদন্তের জন্য তিনজন ডাক্তারের একটি কমিটি গঠন করা হয়। ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হয়েছে, সেই সময় পরিবার সদস্যরা এবং ছাত্ররাও উপস্থিত ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
কর্তব্যরত ডাক্তারি পড়ুয়ার হাসপাতালে মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য। একাধিক মেডিকেল কলেজে কর্ম বিরতির ডাক দিয়েছেন জুনিয়ার ডাক্তাররা।
আরজি করের ঘটনার প্রতিবাদে শনিবার শ্যামবাজারে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে এসএফআই।
Comments :0