Weather

১৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা, শীতের আমেজ শহরে

রাজ্য কলকাতা

ঝড় তোলার ইঙ্গিত দিচ্ছে এই মরশুমের শীত। নভেম্বর মাসের মাঝামাঝি হতেই ঠান্ডা পড়তে শুরু করেছে একটু একটু করে। সেই পারদ পতনের ধাক্কা রবিবারও অব্যাহত রইলো। পরিস্থিতি যেদিকে এগচ্ছে তাতে আলিপুর হাওয়া অফিসের অনুমান ডিসেম্বরে বেশ জাঁকিয়ে পড়বে শীত। রবিবার কলকাতায় পারদ নামল ১৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। চলতি মরশুমে এই প্রথমবার ১৮ ডিগ্রির নীচে নামল শহরের তাপমাত্রা। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম। এদিন শহরের আকাশ থাকবে পরিষ্কার।  রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রাজ্যজুড়ে আপাতত মনোরম আবহাওয়াই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে হাল্কা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে। কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সতর্কতাও রয়েছে।
কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। অনান্য জেলাগুলিতেও নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট ও প্রকৃতি। উত্তরবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশার বেশি দাপট দেখা যাচ্ছে। এর মধ্যে দার্জিলিঙ, কালিম্পঙে ঠান্ডার দাপট এখন বেশ প্রবল। সকাল থেকে সারাদিন সেখানে বইতে দেখা যাচ্ছে হিমেল হাওয়া। ঘন কুয়াশায় ঢাকা থাকা পড়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। এই মরশুমে দিনের বেলা তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হতে থাকছে।  রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৫ শতাংশ।
রবিবার ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাত্র ১৩ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ বা কলকাতার তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিন শীতের মরশুমে প্রথমবারের মতো কলকাতার তাপমাত্রা নেমে এলো ১৮ ডিগ্রির নিচে। আলিপুরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। দমদমে তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি। শীতে শুরুতেই  পারদ দ্রুত নেমে গেছে পুরুলিয়ায়। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে।  শ্রীনিকেতনে ১২.৫ ডিগ্রি।  কালিম্পংয়ের তাপমাত্রা, ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং ও কালিম্পংয়ে রবিবার হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।  বঙ্গোপসাগরে নিম্নচাপ রয়েছে তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার থাকবে আকাশ। 

Comments :0

Login to leave a comment