NEPAL POLITICS

চতুর্থবারের জন্য নেপালের দায়িত্বে ওলি

আন্তর্জাতিক

NEPAL POLTICIS KP SHARMA OLI BENGALI NEWS

চতুর্থবারের জন্য সোমবার নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন সেদেশের বর্ষীয়ান কমিউনিস্ট নেতা কেপি শর্মা ওলি। এদিন নেপাল কংগ্রেসের সঙ্গে জোট করে সরকার গড়ে ওলির কমিউনিস্ট পার্টি অফ নেপাল-ইউনিফায়েড মার্কিস্ট লেনিনিস্ট(সিপিএন-ইউএমএল)। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজতন্ত্রকে হঠিয়ে ১৬ বছর আগে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নেপালে। কিন্তু প্রথম থেকে দীর্ঘমেয়াদী সরকারের অভাবে রাজনৈতিক অস্থিরতার সাক্ষী থেকেছে পার্বত্য এই দেশ। কেপি শর্মা ওলির সামনে চ্যালেঞ্জ, বলিষ্ঠ সরকার পরিচালনা করে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করা। 

৭২ বছরের ওলি নেপালের মাওবাদী নেতা পুষ্প কমল দহাল ওরফে প্রচন্ডকে সরিয়ে প্রধানমন্ত্রী হলেন। এতদিন তাঁর দল প্রচন্ডর সরকারের শরিক ছিল। সম্প্রতি সমর্থন তুলে নেয় সিপিএন-ইউএমএল। শুক্রবার আস্থাভোটে পরাজিত হন প্রচন্ড। তারপর সোমবার নেপালের রাষ্ট্রপতি ভবন শীতল নিবাসে শপথবাক্য পাঠ করেন ওলি।

ওলির সঙ্গে শপথ নেন নেপালের দুই উপ-প্রধানমন্ত্রী প্রকাশ মান সিং এবং বিষ্ণু পউডেল। এছাড়াও ওলি সরকারে ১৯জন কেন্দ্রীয় মন্ত্রীও এদিন শপথ নিয়েছেন। নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবার স্ত্রী আরজু রানা দেউবা নেপালের বিদেশমন্ত্রী হয়েছেন। 

নতুন মন্ত্রীসভায় নেপালি কংগ্রেসের ১০জন মন্ত্রী এবং প্রধানমন্ত্রী সহ সিপিএন-ইউএমএলের ৯জন মন্ত্রী। এছাড়াও বাকি শরিক দলিগুলির ৩জন মন্ত্রী রয়েছেন। 

২৭৫ আসনের নেপালি সংসদে সিপিএন-ইউএমএলের আসন সংখ্যা ৭৭। নেপালি কংগ্রেসের আসন ৮৮টি। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচন্ড’র দল জয়ী হয় ৩২ আসনে। সিপিএন-ইউএমএলের সঙ্গে জোট করে সরকার করে মাওবাদীরা। শুক্রবার সেই জোট সরকার ভেঙে বেরিয়ে আসেন ওলি। নেপালি কংগ্রেসের সমর্থনে প্রধানমন্ত্রী হওয়ার দাবি জানান তিনি। রাষ্ট্রপতি সেই দাবি মেনে নেন। 

আগামী ৩০ দিনের মধ্যে ওলি সরকারকে যদিও আস্থা ভোটে জিতে আসতে হবে। আস্থা ভোটে জিততে গেলে প্রয়োজন ১৩৮টি ভোটের। যদিও পর্যাপ্ত সংখ্যার থেকে বেশি সাংসদের সমর্থন  রয়েছে সিপিএন-ইউএমএল ও নেপালি কংগ্রেস জোটের। 

নেপালের রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন, ১ জুলাই নেপালি কংগ্রেসের সঙ্গে ক্ষমতা ভাগের বিষয়ে বৈঠক হয় ওলির। সেখানে ঠিক হয়, ২০২৭ সালের নির্বাচন অবধি  পালা করে সরকার চালাবে নেপালি কংগ্রেস এবং সিপিএন-ইউএমএল। 

প্রসঙ্গত, ২০২২ সালে নেপালে সংসদীয় নির্বাচন হয়।

 

 

 

Comments :0

Login to leave a comment