রণদীপ মিত্র
দোকানের বেড়া ভেঙে চোর ঢুকেছিল ভোররাতে। দোকানেই ডিম ভেজে খেয়েছে। এমনকি এক ক্রেতাকে ডিম টোস্ট বানিয়েও খাইয়েছে! তারপর বাসনপত্র ছাড়া দোকানের সব সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে।
বোলপুরের ‘কেষ্ট’-র দোকানে এমন অভিনব চুরি দেখে হতবাক সকলে। দোকানের মালিকের অকপট স্বীকারোক্তি, ‘‘এমন চোর জন্মেও দেখিনি!’’ আর যে ক্রেতা চোরের হাতে ডিম টোস্ট খেয়েছেন, পেশায় সেই গাড়িচালক জানিয়েছেন, ‘‘ডিম টোস্ট খেয়ে ৩০ টাকাও দিয়েছি। কিন্তু সে যে চোর কী করে জানব।’’ ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে বোলপুর জুড়ে।
চুরি হয়েছে বোলপুরের ‘কেষ্ট-র দোকানে। এই ‘কেষ্ট’ হচ্ছেন শান্তিনিকেতনের শ্যামবাটির বাসিন্দা কৃষ্ণগোপাল দাস। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার। বোলপুরের নেতাজী বাজারে একটি চায়ের দোকান চালিয়েই তাদের দিন গুজরান। ঘটনা সোমবারর ভোর রাতের। প্রত্যক্ষদর্শী ডাম্পার চালক ক্রেতার বিবরণ অনুযায়ী জানা গেছে, ভোররাতে এক যুবক দোকান খোলে। মাটিতে ইট সাজিয়ে উনুন বানায়। কাগজ জ্বালিয়ে উনুন ধরিয়ে ডিম ভাজতে থাকে। সেই সময় ডাম্পার চালক দোকান খোলা দেখে জিজ্ঞাসা করেন কী খাবার মিলবে। উত্তর আসে, ‘ডিমটোস্ট হবে’। ডিমটোস্ট খাইয়ে ৩০ টাকাও নেয়। তারপর নিজে ডিম ভাজা খেয়ে ব্যবহৃত বাসনপত্রগুলো ফেলে রেখে অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দেয়।
সকালে এসে দোকান মালিক চুরির বিষয়টি জানতে পারেন। সকালে ফের রামপুরহাটের বাসিন্দা ডাম্পার চালক আপেল শেখ ওই দোকানে চা খেতে আসেন। সেই সময় কথোপকথনের রাতের চোরের কর্মকান্ড প্রকাশ্যে আসে। এছাড়া, স্থানীয় একটি কম্পিউটারের দোকানের সিসি ক্যামেরার ফুটেজেও দেখা যাচ্ছে দীর্ঘক্ষণ দোকান খুলে চোর ডিম ভাজছে। চোরের এই কীর্তিতে শুনে হাসির রোল উঠেছে এলাকায়।
Comments :0