BUDGET 24-25 INCOME

আয়ের সবচেয়ে বড় উৎস ঋণ, কোথা থেকে কত

জাতীয়

নির্মলা সীতারামনের বাজেট ঘাঁটলে দেখা যাচ্ছে কেন্দ্রের আয়ের সবচেয়ে বড় উৎস ঋণ এবং অন্যান্য আর্থিক দায়। প্রতি ১০০ টাকায় ২৮ টাকা ঋণ বাবদ পাওয়ার আশা করছে অন্তর্বর্তী বাজেট ২০২৪-২৫। 
১৯ শতাংশ আয়কর থেকে মিলবে বলে অনুমান অর্থমন্ত্রীর। কর্পোরেট কর বাবদ আসবে ১৭ শতাংশ। আয়কর এবং কর্পোরেট কর প্রত্যক্ষ করের মধ্যে পড়ে। 
কেবল পণ্য ও পরিষেবা কর এবং অন্যান্য কর থেকে ১৮ শতাংশ আয়ের অনুমান করছেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে আরেকটি পরোক্ষ কর, কেন্দ্রীয় উৎপাদন শুল্ক বাবদ ৫ শতাংশ আয়ের অনুমান করছে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট। ৪ শতাংশ আরও আয় হবে আমদানি শুল্ক থেকে। যার অর্থ, প্রতি একশো টাকায় ২৭ শতাংশ আয় হবে কেবল এই তিনটি পরোক্ষ কর থেকে। 
কর বহির্ভূত আয় ৭ শতাংশ ধরা হয়েছে বাজেটে। ১ শতাংশ আসবে ঋণ নয় এমন মূলধনী আয় থেকে। এই আয়ের বড় জোগানদার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি।

Comments :0

Login to leave a comment