নির্মলা সীতারামনের বাজেট ঘাঁটলে দেখা যাচ্ছে কেন্দ্রের আয়ের সবচেয়ে বড় উৎস ঋণ এবং অন্যান্য আর্থিক দায়। প্রতি ১০০ টাকায় ২৮ টাকা ঋণ বাবদ পাওয়ার আশা করছে অন্তর্বর্তী বাজেট ২০২৪-২৫।
১৯ শতাংশ আয়কর থেকে মিলবে বলে অনুমান অর্থমন্ত্রীর। কর্পোরেট কর বাবদ আসবে ১৭ শতাংশ। আয়কর এবং কর্পোরেট কর প্রত্যক্ষ করের মধ্যে পড়ে।
কেবল পণ্য ও পরিষেবা কর এবং অন্যান্য কর থেকে ১৮ শতাংশ আয়ের অনুমান করছেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে আরেকটি পরোক্ষ কর, কেন্দ্রীয় উৎপাদন শুল্ক বাবদ ৫ শতাংশ আয়ের অনুমান করছে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট। ৪ শতাংশ আরও আয় হবে আমদানি শুল্ক থেকে। যার অর্থ, প্রতি একশো টাকায় ২৭ শতাংশ আয় হবে কেবল এই তিনটি পরোক্ষ কর থেকে।
কর বহির্ভূত আয় ৭ শতাংশ ধরা হয়েছে বাজেটে। ১ শতাংশ আসবে ঋণ নয় এমন মূলধনী আয় থেকে। এই আয়ের বড় জোগানদার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি।
BUDGET 24-25 INCOME
আয়ের সবচেয়ে বড় উৎস ঋণ, কোথা থেকে কত
×
Comments :0