আসানসোলে মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে তিন শ্রমিকের। জানা গিয়েছে, সালানপুর থানা এলাকায় পাইপলাইনের কাজের সময় ধসে পড়ে মাটি। মাটি চাপা পড়েছিলেন মোট চার শ্রমিক। প্রাথমিকভাবে জানা গিয়েছে তার মধ্যে তিন শ্রমিক মারা গিয়েছেন।
মাটির স্তূপ কার্যত ধসে পড়ে পাইপলাইনের গর্তে। মাটি সরাতে বেশ কিছুক্ষণ সময় যায়। তারপর চার শ্রমিককে বের করা হয়। জানা গিয়েছে, ‘জলজীবন মিশন’ প্রকল্পের কাজ করছিলেন শ্রমিকরা।
একজনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। ঘটনাস্থলে সালানপুর থানার পুলিশ। চারজনের মধ্যে তিনজন ঝাড়খণ্ড এর বাসিন্দা। একজন কুলটির চিনাকুড়ির বাসিন্দা বলে জানা যায়।
Asansol Workers Died
আসানসোলে মাটি চাপা পড়ে মৃত্যু তিন শ্রমিকের
×
Comments :0