Islampur Firing

ইসলামপুরে পুলিশকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার অস্ত্র সরবরাহকারী

রাজ্য জেলা

উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি করার ঘটনায় অভিযুক্ত নিহত সাজ্জাক আলমকে আগ্নেয়াস্ত্র সরবরাহ করার অভিযোগে আব্দুল হোসেন ওরফে আবালকে গ্রেপ্তার করল পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, , রবিবার সন্ধ্যে নাগাদ করণদিঘি থানার মহেশপুর এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার মহেশপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাংলাদেশে পালানোর ছক করেছিলেন। তিনি এমনিতেই বাংলাদেশী নাগরিক। ইতিপূর্বে আব্দুল ওরফে আবাল মাদক পাচার করার অভিযোগে গ্রেপ্তার হয় এবং বাংলাদেশের তাকে পুশব্যাক করা হয়। তারপরেও সে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে।

উল্লেখ্য, পুলিশকে গুলি করে সাজ্জাক পালানোর পর তাকে মোটরবাইকে করে পালাতে সহযোগিতা ও পরে আশ্রয় দেওয়ার অভিযোগে শনিবার গোয়ালপোখরের বলদিয়া ভাসা থেকে স্থানীয় গররার বাসিন্দা শেখ হজরত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। 

উত্তরবঙ্গ পুলিশের আইজি রাজেশ কুমার যাদব বলেন, "আব্দুল বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে করণদীঘি থানা এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন একটি গ্রাম থেকে গ্রেপ্তার করে।"

Comments :0

Login to leave a comment