সাইবার ক্যাফে খুলে অন্যের নথি দাখিল করে ভুয়ো কোম্পানীর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে জালিয়াতির অভিযোগে বাগদা থানার পুলিশ সাইবার ক্যাফের মালিককে গ্রেপ্তার করে। সোমবার রাতে গ্রেপ্তার করে মঙ্গলবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নরেশ বিশ্বাস। বাড়ি বাগদা থানার সন্তোষা গ্রামে।
পুলিশ সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে, বাগদা থানার বাজিতপুর এলাকায় একটি সাইবার ক্যাফে আছে ধৃতের। সেই সাইবার ক্যাফের আড়ালেই চলতো জালিয়াতি। বাগদার বাজিতপুর এলাকার বাসিন্দা প্রনব বিশ্বাস নামে এক বাসিন্দা সম্প্রতি জানতে পারেন যে, ভুয়ো নথি দাখিল তার নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। আর সেই অ্যাকাউন্টকে অবৈধ কাজে ব্যাবহার করা হচ্ছে। এরপর খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, সন্তোষা গ্রামের নরেশ বিশ্বাস এই কান্ডে যুক্ত। এরপর প্রনব বিশ্বাস বাগদা থানায় নরেশ বিশ্বাসের নামে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে বনগাঁর আদালতে তোলা হলে বিচারপতি ধৃতকে তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত আর কারা আছে তা জানার চেষ্টা করা হচ্ছে।
Bagdad Cafe Owner Arrested
বাগদায় গ্রেপ্তার সাইবার ক্যাফের মালিক
×
Comments :0