বর্ধমান থানার নলা গ্রামে রাস্তা থেকে যুবকের দেহ উদ্ধার হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম রাজেশ রায়, প্রদীপ মাঝি ও রাহুল দোলুই। মেমারি থানার রাজপুর গ্রামে রাহুলের বাড়ি। বাকি দু’জনের বাড়ি নলা গ্রামেই। সোমবার সকালে নলা গ্রাম থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। মৃতের নাম বামদেব রায় (২৯)। নলা গ্রামেই তাঁর বাড়ি। ধৃতদের এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ঘটনার বিষয়ে বিশদে জানতে ধৃতদের ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। সেই আবেদন মঞ্জুর করেন সিজেএম চন্দা হাসমত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে গ্রামের পুকুরের পাড়ে কয়েকজনের সঙ্গে বসে মদ খাচ্ছিল বামদেব। রাত ১০টা নাগাদ তাদের মধ্যে বচসা বাধে। চিৎকার-চেঁচামেচি শুনে বামদেবের মামা সেখানে যান। তিনি যুবকদের বুঝিয়ে বিবাদ থামান। তারই মধ্যে বামদেবকে ঘুষি মারে রাজেশ। তাতে গ্রামের ঢালাই রাস্তায় পড়ে গিয়ে চোট পান বামদেব। ঝামেলা মিটিয়ে বাড়ি ফিরে আসেন বামদেবের মামা অমর রায়। রবিবার ভোরে স্থানীয় বাসিন্দারা গ্রামের রাস্তায় ড্রেনের পাশে বামদেবকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। এদিনই বর্ধমান মেডিক্যাল কলেজের মের্গ মৃতদেহের ময়না তদন্ত হয়েছে। এদিন সকালে মৃতের মামা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, মদের আসরে মারধরের ফলে ভাগ্নের মৃত্যু হয়েছে। তাঁর দাবি, মৃতের মাথার বাঁদিকে আঘাতের চিহ্ন ছিল। থুতনিতেও ক্ষতচিহ্ন ছিল।
Burdwan
মদের আসরে মারধরে যুবকের মৃত্যু , গ্রেপ্তার ৩
×
Comments :0