Mahua Maitra

সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র

জাতীয়

বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মহুয়া মৈত্র। সেমবার শীর্ষ আদালতে আবেদন করেছেন মহুয়া। মহুয়ার বিরুদ্ধে নগদের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত এবং আইনজীবী জয় দেহাদ্রাই। 
মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি ব্যাবসায়ী হীরানন্দানির থেকে উপহারের বিনিময় লোকসভায় প্রশ্ব তুলেছেন। নিশিকান্ত দুবে সেই অভিযোগ তোলার পর লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এথিক্স কমিটি গঠন করেন। এথিক্স কমিটির কাজ নিয়ে প্রথম থেকেই বিতর্ক তৈরি হয়। 
মহুয়ার কাছে তলবের নোটিশ পৌঁছানের আগে তা সংবাদমাধ্যমের কাছে পৌঁছে গিয়েছে বলে দাবি করেন মহুয়া। 
শুক্রবার এথিক্স কমিটির সুপারিশ অনুযায়ী ধ্বনি ভোটে মহুয়ার সাংসদ পদ খারিজ হয়। তৃণমূলের পক্ষ থেকে মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার আবেদন করা হলেও অধ্যক্ষ তা মানেননি।

Comments :0

Login to leave a comment