UEFA CHAMPIONS LEAGUE

বুধবার চ্যাম্পিয়ন্স লীগে মুখোমুখি ম্যান সিটি ও রিয়াল

খেলা

ছবি প্রতীকী।

 

মঙ্গলবার রাত ১:৩০টায় ( বুধবার ) চ্যাম্পিয়ন্স লীগে ধুন্ধুমার লড়াই। এতিহাদে ম্যান সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লীগের সবথেকে বেশি আকর্ষণীয় ম্যাচটি যে এতো তাড়াতাড়ি হবে সেকথা কেউই ভাবেননি। অতীতে দেখা গেছে যে দল এই ম্যাচটিতে জয়লাভ করেছে তারাই পরবর্তীতে চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে। তবে বুধবারের লড়াই একটু আলাদা। রিয়াল আসতে আসতে খেলায় ফিরলেও গুয়ার্দিওলার দল একেবারেই নেই চেনা ছন্দে। গত ম্যাচে প্রিমিয়ার লীগে আর্সেনালের কাছে ৫ গোলে হেরেছে তারা। এই মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার আর কোনো আশা নেই তাদের। তাই চ্যাম্পিয়ন্স লীগকেই আঁকড়ে ধরতে চাইছেন ফিল ফোডেনরা । রিয়াল মাদ্রিদ ধীরে ধীরে আবার পূর্বতন জায়গায় ফেরার চেষ্টা করছে । দেখা মিলছে সেই চেনা এম্ব্যাপের। বুধবার লড়াই দেখা যাবে এম্ব্যাপে বনাম হাল্যান্ডেরও। ম্যান সিটি আগের জায়গায় না থাকলেও তাদের একেবারেই হালকাভাবে নিচ্ছেননা আন্সেলোত্তি। গতবার এই মাঠেই টাই ব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ম্যান সিটি এবং সেই বাধা টপকেই সেমিতে বায়ার্নকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ডকে হারিয়ে ১৫তম শিরোপা অর্জন করেছিল রিয়াল মাদ্রিদ। তাই বদলার ম্যাচ সিটির জন্য। রিয়ালের কাছে রয়েছে আক্রমণের চতুর্ভুজ। এম্ব্যাপে , ভিনি , রড্রিগো ও বেলিংহ্যামের সৌজন্যে একের পর এক আক্রমণ গড়ে তোলে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে হাল্যান্ড , ফিল ফোডেন , ডকু , ডি ব্রুনের ম্যান সিটিতেও রয়েছে আক্রমণের বৈচিত্র। অর্থাৎ বুধবার চ্যাম্পিয়ন্স লীগের সবথেকে গুরুত্বপূর্ণ ও বৈচিত্রপূর্ণ খেলাটিই হতে চলেছে। তবে ম্যান সিটির জন্য চাপের বিষয় হল প্রথম লেগের ম্যাচটি তাদের ঘরের মাঠে হলেও দ্বিতীয় লেগটি হবে সান্তিয়াগো বার্নাব্যুতে। অর্থাৎ বুধবারের ফলাফল ম্যান সিটির পক্ষে গেলেও তা নিয়ে খুব একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেননা গুয়ার্দিওলা । কারণ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের পক্ষে মাত্র ২ মিনিটই যথেষ্ট খেলার চিত্রনাট্য নিজেদের পক্ষে করে নেওয়ার জন্য।  

Comments :0

Login to leave a comment