২০৪৭ সালে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্নে ভারতের ফুটবলপাগল মানুষরা বিভোর। তবে ভারতীয় দলের কোচ মানালো মার্কেজ এখনই এই স্বপ্ন দেখছেন না । সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি ভারতীয় ফুটবলের হাল হকিকত নিয়ে আলোচনা করেছেন। তিনি বলছেন ' ২০৪৭ সালের বিশ্বকাপ খেলার স্বপ্ন এই মুহূর্তে না দেখাই ভালো । কারণ ইউরোপিয়ান ফুটবলে আমরা সকলেই জানি যে আগামী ২০২৭ সালের ক্রীড়াসূচি। কিন্তু ভারতে কাল কি হবে সেটা আমরা জানিনা '। পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন ' গত মরশুমে যারা ভালো খেলছে পরবর্তী মরশুমে তারাই হারিয়ে যাচ্ছে । পরিকল্পনার অভাব স্পষ্ট '। কোনো দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হলে স্থানীয় প্রতিযোগিতাগুলোকে আরো বেশি করে গুরুত্ব দিতে হয় । এই বিষয়ে তিনি বলেন ' আমাদের দেশের স্থানীয় প্রতিযোগিতাগুলো যেমন কলকাতা লীগ , গোয়ান লীগ , কেরালা লীগ একই সময়ে শুরু হয় উচিত । এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেই এগোতে হবে '। এরপরেই তিনি বলেন ' আমাদের লক্ষ্য ২০৪৭ বিশ্বকাপ খেলা , এটা শুনতে খুব ভালো লাগলেও বাস্তবে এটা হতে ২০৯৭ সালও হয়ে যেতে পারে '। টেনিসের উদাহরণ টেনে এনে তিনি বলেন ' নাদালকে দেখে স্পেনের পরবর্তী প্রজন্মের বাচ্চারা টেনিসের প্রতি যেমন আকৃষ্ট হচ্ছে তেমনই নিরাজ চোপড়াকে দেখে পরবর্তী প্রজন্ম জ্যাভেলিন থ্রো তেও আগ্রহী হয়ে উঠছে। কিন্তু সুনীলের পর ফুটবলেও এখন তেমন কেউ নেই যাকে দেখে ফুটবলের প্রতি আগ্রহ জন্মাবে '। বার্সা রিয়ালের তুলনা টেনে তিনি মানসিকতার পার্থক্যও বোঝান ' বার্সিলোনাতে খেলতে এলে কোনো দল যদি গোল করে এগিয়ে যায় তাহলে বার্সার সমর্থকরা প্রতিপক্ষ দলকে টিটকিরি কাটতে থাকে । কিন্তু উলটোদিকে বার্নাব্যুতে খেলতে এলে প্রতিপক্ষ দল এগিয়ে গেলে মাদ্রিদিস্তারা নিশ্চিত হয়ে যান যে খেলা যত শেষের দিকে এগোবে ততই ম্যাচে প্রভাব বিস্তার করে ফিরে আসবে রিয়াল '। এইখানেই মানসিকতার পার্থক্য দুই দলের। তাই আগামী ২-৩ বছরে নয় , প্রায় ২০ বছর লাগবে এই প্রক্রিয়াটি শুরু করতে। তারপরই হয়তো আমরা বিশ্বকাপের মতো মঞ্চে জন -গণ - মন শুনতে পারব ।
Comments :0