আজ ২০মার্চ। ১৯৫১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার মদনলাল উধুরাম শর্মা । ৮৩ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম প্রধান সদস্য ছিলেন তিনি। ১৯৬৭ থেকে ৭২ পর্যন্ত পাঞ্জাবের হয়ে তার ফার্স্ট ক্লাস ক্রিকেটার সূচনা হয়। ১৯৭৪ এ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের মাধ্যমে টেস্ট দলে অভিষেক ঘটে মদনলালের। সেই বছরই জুলাইয়ে ইংল্যান্ডেরই বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষেক ঘটে তার। তার ক্রিকেট ক্যারিয়ারে মোট ১০২০৪ রান তিনি করেছিলেন এবং ৬২৫টি উইকেটও রয়েছে তার। ভারতের জার্সিতে মোট ৩৯টি টেস্টে করেছেন ১০৪২ রান। ১৯৮৩ তে ভারতের জার্সিতে বিশ্বকাপ জয় ছাড়াও ১৯৮৪তে সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপও জিতেছেন মদনলাল। ১৯৮৫ তে জিতেছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ক্রিকেট। অবসরের পর ১৯৯৬ বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরশাহির ( UAE ) কোচিংয়ের দায়িত্ব নেন মদনলাল।
On This Day 1951
৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য মদনলাল জন্মেছিলেন আজকের দিনে

×
Comments :0