Brigade Rally

ব্রিগেডের সমর্থনে রাজ্যের একাধিক জেলায় পদযাত্রা, কনভেনশন

রাজ্য জেলা

কেন্দ্র ও রাজ্য সরকারের কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী ও জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী ২০ এপ্রিল ব্রিগেড যাওয়ার আহ্বান জানিয়ে রাজ্যজুড়ে চলছে নিবিড় প্রচার। সেই প্রচারের সমর্থনে মঙ্গলবার পদযাত্রা হয়েছে শিলিগুড়িতে। কালা শ্রম কোড বাতিল করা, কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য দেওয়া, অবিলম্বে ১০০ দিনের কাজ শুরু করে ৬০০ টাকা হাজিরা দেওয়া, সমস্ত বস্তিবাসীকে জমির পাট্টা দেবার দাবি সহ বিভিন্ন দাবিতে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির ডাকে এদিনের পদযাত্রায় পা মেলান অসংখ্য মানুষ। বিকেলে শিলিগুড়ি ৪০নম্বর ওয়ার্ডের খাই খাই বাজার এলাকা থেকে পদযাত্রা বেরিয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। এলাকার প্রায় দীর্ঘ ছয় থেকে সাত কিলোমিটার রাস্তা পরিক্রমা করে হায়দারপাড়া বাজার এলাকায় সিপিআই(এম) দপ্তরের এসে পদযাত্রার সমাপ্তি হয়। এদিনের পদযাত্রায় মহিলাদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। পদযাত্রায় ছিলেন মোহন পান্ডা, দিলীপ সিং, গনেশ ঘোষ, বিমল পাল, কাজল পাল, রঞ্জিত রায়, পুলক সেনগুপ্ত, তিলক গুন, দিলীপ আচার্য্যি, প্রিয়া দে সহ অন্যান্যরা।  
এদিন শ্রমিক কৃষক খেত্মজুর,বস্তি উন্নয়ন সমিতির ডাকে মিছিল হয় জলপাইগুড়িতে।
শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় নৈরাজ্য ও দুর্নীতির বিরুদ্ধে, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত চালু, কৃষকের ফসলের ন্যায্য দামের দাবিতে মোহিতনগর গৌরী হাটে মেহনতি মানুষের ডাকা ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশকে সফল করার আহ্বান রেখে মিছিল করেন এলাকার শ্রমজীবী মানুষ। ছিলেন শ্রমিক নেতা শুভাশিস সরকার, সারা ভারত খেতমজুর ইউনিয়নের জেলা সম্পাদক কৌশিক ভট্টাচার্য, কৃষক নেতা বিশ্বজিৎ মোহন্ত, যুবনেতা সুরজ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। গৌরীহাট মোড় থেকে মিছিল শুরু করে গোটা গৌরীহাট পরিক্রমা করে গৌরীহাট মোড়ে এসে মিছিল শেষ হয়। শুভাশিস সরকার বলেন, জলপাইগুড়ি জেলা থেকে ইতিমধ্যে ২০ এপ্রিলের ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার জন্য বহু মানুষ নিজের পয়সায় টিকিট কেটেছেন। কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে শ্রমজীবী মানুষের ব্রিগেডকে সফল করার আহ্বান জানিয়ে।

ব্রিগেড সমাবেশকে সফল করতে পৌর কর্মী, সিআই টি ইউ সংগঠনের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সুকুমার সেনগুপ্ত ভবনের মাঠে একটি কনভেনশন হয়। কনভেনশনে ব্রিগেড যাওয়ার ডাক দেওয়ার সাথে সাথে শ্রম কোড বাতিল, পৌর কর্মচারীদের সমকাজে সমবেতন, সাফাই কর্মীদের চিকিৎসা পরিষেবা, শ্রমিক- কৃষক- খেতমজুর- বস্তি সংগঠন গুলির নিজ নিজ দাবির ভিত্তিতে ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশে জমায়েত হতে হবে। কনভেনশনে সিআইটিইউ জেলা সাধারণ সম্পাদক সুব্রত পন্ডা বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারকে ধাক্কা দিলে পৌরসভা গুলোও পৌর কর্মচারীদের দাবি-দাওয়া গুলো মেনে নিতে বাধ্য হবে। জিনিসপত্রের দাম না কমলে সাধারণ মানুষের রুটি রুজিতে টান পড়বে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন রাজ্যের শ্রমজীবী গরীব মানুষ। স্বাভাবিক কারণে মজুরি বৃদ্ধি, ফসলের ন্যায্য মূল্য, ১০০ দিনের কাজ ২০০ দিনে করার দাবি, বকেয়া ১০০ দিনের টাকা, গরিব বস্তিবাসীদের বসতবাড়ি নির্মাণ। বিভিন্ন দাবি সহ বিজেপি এবং তৃণমূলের ধর্মীয় বিভাজনকে ছুঁড়ে ফেলার ডাক দিয়ে আগামী ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশ। কনভেনশনে বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা পৌর কর্মচারী ইউনিয়নের সম্পাদক মফিজুল ইসলাম, সিআইটিইউ জেলা নেতৃত্ব কানাই মুখার্জী, কাঁথি রিজিওনাল কমিটির সম্পাদক জয়দেব পন্ডা, শ্রমিক নেতা সুতনু মাইতি, বিশ্বনাথ রায়, কাঁথি পৌর কর্মচারী ইউনিয়নের সম্পাদক কুনাল দাস। সভা পরিচালন করেন সৌম্যজিৎ দাস।

Comments :0

Login to leave a comment