সোমবার মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়ার ডাক্তারদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জি জানান যে কলকাতার পুলিশ কমিশনার সহ স্বাস্থ্য দপ্তরের কয়েকটি পদে রদ বদল করা হবে। এদিন সেই মতো এই রদ বদল।
তবে বিনীতের বিরুদ্ধে যেই প্রমান লোপাটের অভিযোগ উঠেছে তা নিয়ে কোন পদক্ষেপ সরকার নেয়নি। উল্টে মুখ্যমন্ত্রী বলেছেন বিনীতের পছন্দ মতো পোস্টিং দেওবা হবে। আর তাই হয়েছে। এডিজি এসটিএফ পদে পাঠানো হয়েছে বিনীত গোয়েলকে।
অন্যদিকে স্বপন সোরেন হয়েছে নতুন স্বাস্থ্য অধিকর্তা। জাভেদ শামিমকে দেওয়া হয়েছে এডিজি আইনশৃঙ্খলার দায়িত্ব। ডিসি নর্থ করা হয়েছে দীপক সরকারকে।
Comments :0