Cabinet

কে কোন দপ্তর পাচ্ছে তা ঠিক হবে আজ

জাতীয়

রবিবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। শুক্রবার এনডিএ বৈঠক থেকে দলনেতা হিসাবে নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী। শনিবার শপথের আগে বৈঠকে বসতে চলছে এনডিএ। সূত্রের খবর এদিনের বৈঠক থেকে ঠিক হতে পারে যে কে কোন মন্ত্রীত্ব পাবে।

২০২৪ এর লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। সরকার গঠন করার জন্য নির্ভর করতে হচ্ছে শরিকদের ওপর। চাপে পড়ে মোদী সরকারের বদলে এনডিএ সরকার বলতে বাধ্য হয়েছেন নরেন্দ্র মোদী।

এবারের নির্বাচনে বিজেপি পেয়েছে ২৩০টি আসন। সংখ্যাগরিষ্ঠতা থেকে ৩২টি আসন কম। অন্যদিকে চন্দ্রবাবু নাইডুর টিডিপি পেয়েছে ১৬টি আসন, নীতিশের জেডিইউ ১২টি আসন, একনাথ শিন্ডের শিবসেনা ৭টি আসন, চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি পেয়েছে ৫টি আসন।   

মোদীকে সরকার গঠনের জন্য নির্ভর করতে হচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ওপর। ইতিমধ্যে স্পিকার সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর দাবি করেছেন নাইডু। কম যাচ্ছে না নীতিশ কুমার, চিরাগ পাসওয়ান, একনাথ শিন্ডেদের মতো এনডিএ নেতারা। 

 

Comments :0

Login to leave a comment