বারাসত, অশোকনগর, বনগাঁ, বারাকপুর, বিরাটির পর ফের বনগাঁয়। ‘ছেলেধরা’ গুজব রটিয়ে মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরেকে মারধরের নির্মম ঘটনা ঘটল বনগাঁর পেট্রাপোল সীমান্ত। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পেট্রাপোল থানার নরহরিপুর হরি মন্দির এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
‘ছেলেধরা’ গুজব রটিয়ে এর আগে মারধরের ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসত, বারাকপুর, অশোকনগর, হাবড়া, বিরাটিতে। নরহরিপুর হরি মন্দির এলাকায় এদিন মানষিক ভারসাম্যহীন ওই যুবকেকে বসে থাকতে দেখে কয়েকজন যুবকের সন্দেহ হয়। তারা ওই যুবকের কাছে গিয়ে কিছু প্রশ্ন করে। ওই যুবকের কথা শুনে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে। তার মধ্যে থেকে দুটি খাবার থালা, কিছু ছেঁড়া জামাকাপড় সহ বাচ্ছাদের পোষাক পাওয়া যায়। ব্যাগে বাচ্ছাদের পোষাক দেখে সন্দেহবশত তাকে বেধরক মার মারা হয়। পরে পুলিশ ওই যুবককে উদ্ধার করতে গেলে পুলিশের ওপর চড়াও হয় এলাকার মানুষ। আক্রান্ত যুবককে উদ্ধার করতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। আক্রান্ত পুলিশ ওই মানসিক ভারসাম্যহীন যুবকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনার সাথে যুক্ত ব্যাক্তিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। লাগাতার পুলিশের পক্ষ থেকে প্রচার হওয়া সত্বেও উত্তর ২৪ পরগনা জেলায় ছেলেধরা গুজবে বেধরক মারধরের ঘটনা ঘটে চলেছে গত কয়েকদিন ধরে।
Bongaon
আবার গুজব পেট্রাপোল সীমান্তে! আক্রান্ত যুবক
×
Comments :0