Jhargram loksabha

গরীবকে লুঠ করেছে মোদী এবং মমতা : সেলিম

রাজ্য লোকসভা ২০২৪

গড়বেতায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র সিপিআই(এম) প্রার্থী সোনামনি টুডুর সমর্থনে সমাবেশ থেকে তৃণমূল এবং বিজেপিকে নিশানা করলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

তিনি বলেন, শুভেন্দু এবং মমতা একসাথে মাওবাদীদের নিয়ে এই জেলায়, জঙ্গলমহলে শেষ করতে চেয়েছিল সিপিআই(এম)’কে। তারা সেই কাজ করতে পারেনি। একের পর এক পার্টি কর্মী শহীদ হয়েছেন এই লাল ঝান্ডাকে রক্ষা করতে গিয়ে। 

সেলিম বলেন, মমতা বলেছিল জঙ্গলমহল হাঁসছে,কিন্তু বাস্তবে তা নয়। জঙ্গলমহল কাঁদছে। এখানকার মানুষের উন্নতির জন্য কোন কাজ করেনি সরকার। যেই শুভেন্দু একটা সময় মমতার সাথে মাওবাদীদের নিয়ে সিপিআই(এম)’কে শেষ করতে চেয়েছিল সে আজ বিজেপির নেতা হয়ে সাধু সাজছে। আদিবাসী উন্নয়নের জন্য কোন কাজ করেনি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। আবাস যোজনার টাকা লুঠ করেছে। একশো দিনের মজুরি দিচ্ছে না। মোদী মমতা দুজনেই লুঠ করছে গরীব মানুষকে। এই লুঠের বিরুদ্ধে লড়াই করছে সোনামনি টুডুরা।

সম্প্রতি ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। সেই প্রসঙ্গ টেনেও দুই দলকে আক্রমণ করেছেন সেলিম।

এদিনের সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব, পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ, ঝাড়গ্রামের প্রার্থী সোনামনি টুডু, সহ বামফ্রন্ট ও কংগ্রেস নেতৃত্ব।

Comments :0

Login to leave a comment