নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার নাগপুরের আরএসএসের সদর দপ্তরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরএসএসের প্রতিষ্ঠাতা হেডগেওয়ার এবং দ্বিতীয় প্রধান সঙ্ঘ চালক গোলওয়ালকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান মোদী।
নিজের নাগপুর সফরের ছবি এক্সহ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, তার মতো অনেকেই হেডগেওয়ার এবং গোলওয়ালকারের আদর্শ থেকে অনুপ্রানিত হয়েছেন জীবনে। আরএসএসের এই দুই প্রতিষ্ঠাতা সদস্য ভারতকে সমৃদ্ধ করার স্বপ্ন দেখতেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম মোদী আরএসএসের সদর দপ্তর নাগপুরে গেলেন এর আগে বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালিন গিয়ে ছিলেন।
উল্লেখ্য প্রধানমন্ত্রী নাগপুরে যাওয়ার আগে সাম্প্রদায়িক হিংসা ছড়ায় আরএসএসের বিভিন্ন শাখা সংগঠন। সেই ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের লক্ষ করে চলছে প্রশাসনিক আক্রমণ। তাদের অনেকের বাড়ি বেআইনি বলে ভেঙে দেওয়া হচ্ছে। জাতের নাম করে ধর্মের নাম করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে আরএসএস। দেশের প্রধানমন্ত্রী এদিন নাগপুরে গিয়ে সাম্প্রদায়িক হিংসা নিয়ে চুপ থাকলেন। উল্টে প্রশংসা করলেন আরএসএসের।
একটি বার্তায় তিনি লিখেছেন, ‘‘ভারতীয় সংস্কৃতি, জাতীয়তাবাদ এবং সঙ্ঘের মূল্যবোধের প্রতি নিবেদিত এই পবিত্র স্থানই জাতির সেবায় আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা চাই, আমাদের প্রচেষ্টা ভারতকে আরও উজ্জ্বল করুক।’’
MODI
আরএসএস দপ্তরে মোদী, বার্তার মাধ্যমে বোঝালেন নিজের অনুভূতি

×
Comments :0