Narendra Modi

শরিকদের ওপর ভরসা করেই শনিবার শপথ নিতে হবে মোদীকে

জাতীয় লোকসভা ২০২৪

শনিবার তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। বুধবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছেন সরকার গঠন করার।
তৃতীয় বার জণ পেলেও মশ্রিন হয়নি এই জয়। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। এই প্রথম বার একক সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই শপত নিতে চলেছেন নরেন্দ্র মোদী। এর আগে দুবার এনডিএ মন্ত্রিসভা গঠন হলেও একক সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির। ৪০০ পারের স্লোগান দিয়েও ৩০০ পার করতে পারেনি এনডিএ। 
ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশে ভালো ফল করলেও উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমঙ্গে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। কাজে আসেনি রাম মন্দির জিগির। 
এবার সরকার গঠন করতে এবং টিকিয়ে রাখতে জেডিইউ এবং টিডিপির ওপর ভরসা রাখতে হচ্ছে মোদীকে। নাইডুর টিডিপি পেয়েছে ১৬টি আসন এবং নীতীশ কুমারের জেডিইউ পেয়েছে ১২টি আসন।

যদি তারা কোন কারণে এনডিএ ছাড়ে তবে ২৯৩ থেকে এনডিএ কমে হবে ২৬৫। নীতিশ এবং চন্দ্রবাবু দুজনই যদি ইন্ডিয়ায় যোগদান করে তবে সরকার গঠন করবে ‘ইন্ডিয়া’। যদিও নীতিশ এবং নাইডু দুজনেই জানিয়েছে যে তারা এনডিএ ছাড়বে না।

Comments :0

Login to leave a comment