আবারো এক ডার্বি জিতল মোহনবাগান। এবার অনুর্ধ ১৫ তে মহামেডানকে ৫-০গোলে হারালো মোহনবাগান। যার মধ্যে রাজদীপ করেছে ৪টি এবং ঐশিক ১টি গোল করেছে । বর্তমানে ডার্বি মানেই তার রং হচ্ছে সবুজ মেরুন। এতদিন মোহনবাগানের বিনিয়োগকারী সংস্থা আরপিএসজিকে ( RPSG ) নিয়ে সমালোচনা হতো মোহনবাগান সমর্থকদের মধ্যেই যে তারা শুধু সিনিয়র দলের পিছনেই অর্থ ব্যয় করে এবং অন্যান্য বয়সভিক্তিক দলগুলিকে খুব একটা গুরুত্ব দেওয়া হতোনা। কিন্তু এই মরশুমে এই ব্যাপারটাকেই ভুল প্রমাণিত করছে ম্যানেজমেন্ট। সিনিয়র দলের সাথে সাথে প্রতিটি বয়সভিক্তিক প্রতিযোগিতাতে সমস্ত ডার্বি জয় ছাড়াও মোহনবাগান দল রয়েছে গ্রূপ শীর্ষে। এর ফলে বোঝাই যাচ্ছে যে তারা একদম তৃণমূল স্তর থেকে সমস্ত খেলোয়াড়দের তুলে আনছে। এইসমস্ত খেলোয়াড়রাই পরবর্তীতে সমৃদ্ধ করবে মোহনবাগান দলকে। সিনিয়রদের সঙ্গে সঙ্গে হয়তো জুনিয়রদেরও শরীরী ভাষাতে বয়ে চলেছে মোহনবাগানী রক্ত। যার ফলস্বরূপ সেই চ্যাম্পিয়নসুলভ মানসিকতা তৈরী হয়েছে প্রত্যেকেরই মধ্যে।
Comments :0