Aurangzeb Tomb

অরঙ্গজেবের কবরের নিরাপত্তার দাবি জানিয়ে রাষ্ট্রসঙ্ঘকে চিঠি শেষ মুঘল সম্রাটের বংশধরের

জাতীয়

মুঘল সম্রাট অরঙ্গজেবের কবরের নিরাপত্তার দাবি জানিয়ে রাষ্ট্রসঙ্ঘের প্রধান অ্যান্টনিও গ্রুটেসকে চিঠি লিখলেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফ্ফারের বংশধর ইউকুব হাবিব্বুদ্দিন টুকি। অরঙ্গজেবের যেই জায়গায় তা ওয়াকফ সম্পত্তির অধিনস্ত। টুকি ওই সম্পত্তির দেখভালের দায়িত্বে। 
কয়েক সপ্তাহ আগে নাগপুর থেকে অরঙ্গজেবের কবরকে কেন্দ্র করে তৈরি হয় সাম্প্রদায়িক উত্তেজনা। উগ্র-হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে দাবি তোলা হয় মহারাষ্ট্র থেকে তুলে ফেলতে হবে অরঙ্গজেবের কবর। সম্প্রতি মুক্তি পাওয়া হিন্দি ছবি ছাবাকে কেন্দ্র করেই তৈরি হয় উত্তেজনা। সেখানে দেখানো হয় মারাঠা সম্রাট সম্ভাজীকে অত্যাচার করে মেরে ফেলেন অরঙ্গজেব। তারপর থেকে শুরু হয় উত্তেজনা। বজরঙ্গ দল, হিন্দু সেনার মতো আরএসএস ঘনিষ্ট উগ্র-হিন্দুত্ববাদী সংগঠন গুলো ছড়াতে থাকে উত্তেজনা।
রাষ্ট্রসঙ্ঘকে লেখা চিঠিতে টুকি উল্লেখ করেছেন যে, আইন অনুযায়ী এই ঐতিহাসিক গুরুত্ব বিশিষ্ট কবরস্থানে কোন পরিবর্তন আনা, তা ভেঙে ফেলা বা অন্যত্র সড়িয়ে দেওয়া সম্ভব নয়। তিনি দাবি জানিয়েছেন ওই কবরস্থান রক্ষা করার জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করা প্রয়োজন।
চিঠিতে ১৯৭২ সালের বিশ্ব সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত ইউনেস্কো কনভেনশনে ভারতের স্বাক্ষরের কথা উল্লেখ করা হয়েছে এবং আরও বলা হয়েছে, ‘‘এই ধরণের স্মৃতিস্তম্ভ ধ্বংস, অবহেলা বা পরিবর্তনের যে কোন কাজের ফলে আন্তর্জাতিক বাধ্যবাধকতার লঙ্ঘন হবে।’’

তিনি রাষ্ট্রসংঘের মহাসচিবের কার্যালয়কে বিষয়টি বিবেচনা করার এবং কেন্দ্রীয় সরকার এবং এএসআইকে অওরঙ্গজেবের সমাধিস্থল জাতীয় ও আন্তর্জাতিক আইন অনুসারে পূর্ণ আইনি সুরক্ষা, নিরাপত্তা এবং সংরক্ষণ করার নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Comments :0

Login to leave a comment