Sayani Das

এবার সায়নীর লক্ষ্য স্ট্রেইট চ্যানেল

খেলা

sayani das


সপ্তসিন্ধু পাড় করার নেশায় জড়িয়ে পড়া কালনা শহরের মেয়ে সায়নী দাসের এবারের লক্ষ্য নিউজিল্যান্ডের স্ট্রেইট চ্যানেল। ইতিমধ্যেই সেখানে নামার অনুমোদন পেয়ে জোর অনুশীলন শুরু করেছেন কালনার ভাগীরথী নদী ও কলকাতার একটি সুইমিংপুলে। সায়নী আগামী ১৫ মার্চ নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট প্রনালী পার করার লক্ষ্যে রওনা দেবেন। ২০২৪ সালের ৩১ মার্চ থেকে ৫ এপ্রিলের মধ্যে যে কোন এক দিন সায়নী জলে নামবে। ইতিপূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের বিশ্বের সর্বপেক্ষ দীর্ঘ কিউয়ী তথা মালাকাই চ্যানেল,  ক্যাটলিনা, ইংলিশ, রটনেস্ট চ্যানেলগুলি ইতিমধ্যেই জয় করে ফেলেছেন। এবারও সায়নীর সাফল্য কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।


 

Comments :0

Login to leave a comment