NIA

বেলডাঙা কান্ডের চার্জশিট জমা করলো এনআইএ

রাজ্য

বেলডাঙা বিস্ফোরণ কান্ডে অভিযুক্ত সাতজনের বিরুদ্ধে চার্জশটি জমা করল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা এনআইএ। বুধবার এনআইএ-এর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, এই ঘটনায় দুই অভিযুক্ত ইয়াসউদ্দিন শেখ ওরফে চাঁদি এবং সুখচাঁদ শেখ স্কুলের পিছনে বোমা বাঁধার সময় আহত হন। এছাড়া সেই সময় মনসুর আলি সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন ওই ঘটনার সময়। ইয়াসউদ্দিন মারা যাওবার কারণে তার বিরুদ্ধে মামলা খারিজ হয়ে গিয়েছে। বাকি যেই অভিযুক্তরা আছেন তাদের বিরুদ্ধে ইউএপিএ মামলা দায়ের করা হয়েছে। 

চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে, ইয়াসউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় তার বয়ানে বলেছেন যে, ইমদারুল হক নামে এক ব্যাক্তি তাকে বোম বানানোর কাজের জন্য নিয়ে আসেন। তিনিই তাকে সব জিনিস সর্বরাহ করেছিলেন বলে তদন্তকারিদের জানিয়েছেন। ঘটনাস্থল থেকে ৭৫টি সকেট বোমা সহ একাধিক অস্ত্র তৈরির সরজ্ঞাম উদ্ধার করে এনআইএ। এই ঘটনায় এক অভিযুক্ত তাহাবুল শেখ তাদের সেই বিষয় জানিয়েছিলেন বলে চার্জশিটে উল্লেখ রয়েছে। 

চার্জশিটে বলা হয়েছে যে, মূর্শিদাবাদের রামেশ্বরপুরের মানুষদের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য এই সব বোম তৈরি করা হচ্ছিল।  

Comments :0

Login to leave a comment