Road Accident In Mirik

মিরিকে গাড়ি খাদে পড়ে মৃত এক, জখম বহু

রাজ্য

মিরিক থেকে শিলিগুড়ি আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী চাকচাকার গাড়ি। ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মিরিকের কাছে গয়াবাড়িতে। 
জানা গেছে, এদিন সকাল আনুমানিক আটটা নাগাদ মিরিক থেকে যাত্রী বোঝাই করে শিলিগুড়ির দিকে আসছিল গাড়িটি। গয়াবাড়িতে আসতেই বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় গাড়িটি। খাদে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তারকে লামা নামে এক ব্যক্তির। তিনি দার্জিলিঙের সিলোনা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। আহতরা হলেন গনপত প্রসাদ, ইসলামুদ্দিন আনসারি, নানকা আলম, ফুরবা ডুকপা, নাজিম আলম, রাজু ছেত্রী সহ অনেকে। আহতরা প্রত্যেকেই সুখিয়াপোখরি এলাকার বাসিন্দা। 


প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, প্রচন্ড গতিতে পাহাড়ী ঘুরপথে বাঁকি নিতে গিয়েই বিপত্তি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়ে যাত্রীবাহী গাড়িটি। প্রথমে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মিরিক ও গয়াবাড়ি থানার পুলিশ। পুলিশ ও দমকল কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ দ্রুত শেষ করে আহতদের চিকিৎসার জন্য পাঠায়। উদ্ধারের পর তড়িঘড়ি আহতদের নিকটবর্তী মিরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 
দার্জিলিঙের পুলিশ সুপার প্রবীন প্রকাশ বলেন, গয়াবাড়িতে চার চাকার গাড়ি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের পরে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। গাড়িটিও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment