কেন্দ্রের পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোমবার বিধানসভায় বিক্ষোভ দেখালেন মহারাষ্ট্রের বিরোধী বিধায়করা।
রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনে অধিবেশন শুরু হওয়ার আগে কিছু বিধায়ক প্রতিবাদ স্বরূপ পেঁয়াজের তৈরি মালা পরে বিধানসভায় আসেন।
বিধানসভার বিরোধী দলনেতা বিজয় ওয়াদেত্তিওয়ার, সহ বিধানসভা এবং বিধান পরিষদের সদস্যরা বিক্ষোভ দেখাতে থাকেন।
পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, পেঁয়াজের ন্যায্য মূল্য এবং কৃষকদের সহায়তার দাবিতে তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
দেশের বাজারে পেঁয়াজের চাহিদা ঠিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্র ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছে।
বিরোধী বিধায়কদের দাবি কৃষকদের কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকারকে এই বিষয় আলোচনায় বসতে হবে। তারা দাবি করেছেন কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য।
সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী দুজনেই জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে যাতে কৃষকদের কোন ক্ষতি না হয়। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে মহারাষ্ট্রের কৃষকরা যে বড় ক্ষতির মুখে পড়বেন তাতে কোন সন্দেহ নেই।
Comments :0