SITARAM YECHURY INTERVIEW

জনতার সংগ্রামের তীব্রতা বাড়বে: সাক্ষাৎকারে ইয়েচুরি

জাতীয়

নরেন্দ্র মোদীর দশ বছরে বারবার সংসদকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তোয়াক্কাই করা হয়নি সংসদের। এবারের রায়ে আর সেই একই পথে চলা সম্ভব নয় মোদীর। 
সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিমত জানিয়েছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেছেন, ‘‘একসঙ্গে দেড়শোর বেশি সাংসদকে সাসপেন্ড করতে আমরা দেখেছি। এবার এমন কোনও পদক্ষেপ নেওয়া কঠিন হবে।’’
সংসদে ‘ইন্ডিয়া’ মঞ্চের ভূমিকা প্রসঙ্গে ইয়েচুরি বলেছেন, ‘‘জনতার পক্ষে সংসদে সওয়াল তোলার সুযোগ যতটা বেশি সম্ভব ব্যবহার করবেন বিরোধীরা। এটিই প্রত্যাশিত। জনতার প্রতিদিনের জীবনের সঙ্কট বেশি করে বলা যাবে সংসদে। সরকারকে বাধ্য করা যাবে সংসদে বিভিন্ন আলোচনায়।’’
নরেন্দ্র মোদী সরকার মণিপুর থেকে আদানির শেয়ার কান্ডে বারবার আলোচনা এড়িয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নিজে আলোচনায় অংশ না নিয়ে অন্য মন্ত্রীদের ঠেলে দিয়েছেন। পূর্ণ বিত্রকের দাবি জানালেও বহু কখনও হয়েছে স্বল্পসময়ের আলোচনা। 
ইয়েচুরি জানিয়েছেন যে কৃষক বিক্ষোভ এবং সিএএ-এনআরসি বিরোধী প্রতিবাদ নির্বাচনে প্রভাব ফেলেছে। তিনি বলেছেন, ‘‘দেশের সংবিধান, গণতন্ত্র, বেড়ে চলা দারিদ্রের বিরুদ্ধে জনতার সংগ্রাম চলবেই। কাজ-চাকরি, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন থাকবে। এই নির্বাচনের অন্যতম বড় দিক হলো জনাতর সংগ্রাম মানুষের মতামতে প্রতিফলিত হয়েছে। কৃষক সংগ্রামের জেরে প্রধানমন্ত্রীকে কৃষি আইন রদ করতে হয়েছিল। দেশ এবং দেশের মানুষের স্বার্থ বাঁচাতে এই সব আন্দোলন তীব্রতর হবে।’’

Comments :0

Login to leave a comment